ছোট্ট ভাগ্নের জন্মদিনে সলমন নিজেই যেন শিশু !
এবার আহিলের ৩ বছরের জন্মদিনেও তার অন্যথা হল না।
![ছোট্ট ভাগ্নের জন্মদিনে সলমন নিজেই যেন শিশু ! ছোট্ট ভাগ্নের জন্মদিনে সলমন নিজেই যেন শিশু !](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/01/184287-article-l-20194909265834018000.jpg)
নিজস্ব প্রতিবেদন: আদরের ভাগ্নে আহিলের জন্মদিন বলে কথা। তার জন্মদিনটা প্রত্যেকবারই ধুমধাম করে পালন করেন সলমন খান। এবার আহিলের ৩ বছরের জন্মদিনেও তার অন্যথা হল না।
৩০ মার্চ, ৩ বছরে পা রেখেছে সলমনের বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার ছেলে আহিল। ছেলের জন্মদিনে সোশ্যল সাইটে তাঁকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন অর্পিতা। ছেলের জন্মের দিনটাই তাঁর জীবনের সবথেকে সেরা দিন হিসাবে বর্ণনা করেছেন অর্পিতা। সোশ্যাল মিডিয়া ছেলে আহিলও ভাই সলমনকে জীবনের সেরা দুই মানুষ বলে বর্ণনা করেছেন অর্পিতা।
আরও পড়ুন-অভিনয় ছেড়ে, ফুটবলে মন রণবীরের
ভাগ্নে আহিলের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টি রেখেছিলেন সলমন। বানানো হয়েছিল ছোটখাটো একটা ডিজনি ওয়ার্ল্ড। যেখানে হাজির ছিল ডোনাল্ড ডাক সহ বিভিন্ন কার্টুন চরিত্র। ছিল নানাররকম নাগরদোলা। আহিল ছাড়াও বিভিন্ন বাচ্চাদের নাগরদোলা চড়তে দেখা গেল। ভাগ্নের জন্মদিনে বেশ মজা করতে দেখা গেল সলমনকে। কার্টুন চরিত্রগুলির সঙ্গে মিলে নিজেই নাচতে থাকলেন সলমন। দেখুন কী কাণ্ড...
আরও পড়ুন-আকাশ-শ্লোকের বিয়েতে পারিশ্রমিক নিয়েও নাচতে অস্বীকার মৌনির! হুমকি দেওয়ার অভিযোগ...
আহিল যে সলমনের কাছে অত্যন্ত আদরের তা আর নতুন কথা কি। মাঝে মধ্যেই সলমনের সঙ্গে ছেলের বিভিন্ন মজাদার মুহূর্ত শেয়ার করতে দেখা যায় অর্পিতাকে।
আরও পড়ুন-আলিয়াকে চুম্বনের চেষ্টা রণবীরের, ঠোঁট সরিয়ে নিলেন আলিয়া! ভাইরাল ভিডিয়ো
তবে শুধু সলমন নন, অর্পিতার ছেলে আহিল গোটা খান পরিবারেরই অত্যন্ত আদরের।
আরও পড়ুন-১৯ এপ্রিল বিয়ে করছেন মালাইকা-অর্জুন! শুনে কী বললেন আরবাজ?