প্রকাশ্যে 'বঙ্গ ললনা' সুস্মিতা সেনের স্নানের দৃশ্য
উইকি বলছে বয়স ৪২। তবে তাতে কী! এই বয়সেই শরীর তৈরির নেশায় মেতেছেন সুস্মিতা। দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ফিট। বয়স যতই হোক দেখে মনে হয় তিনি এখনও অষ্টাদশী। বারবার সৌন্দর্য, আভিজাত্য ও লাবন্যে বারবার সকলকে সম্মোহিত করেছেন সুস্মিতা। এবারও তেমনটাই করলেন।
![প্রকাশ্যে 'বঙ্গ ললনা' সুস্মিতা সেনের স্নানের দৃশ্য প্রকাশ্যে 'বঙ্গ ললনা' সুস্মিতা সেনের স্নানের দৃশ্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/20/109908-sushmita-bath.jpg)
নিজস্ব প্রতিবেদন : উইকি বলছে বয়স ৪২। তবে তাতে কী! এই বয়সেই শরীর তৈরির নেশায় মেতেছেন সুস্মিতা। দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ফিট। বয়স যতই হোক দেখে মনে হয় তিনি এখনও অষ্টাদশী। বারবার সৌন্দর্য, আভিজাত্য ও লাবন্যে বারবার সকলকে সম্মোহিত করেছেন সুস্মিতা। এবারও তেমনটাই করলেন।
বাথটাবে স্নান করছেন সুস্মিতা। সেখানে বসতে বারবার পিছলে যাচ্ছেন তিনি। আর তাতে হেসে গড়িয়ে পড়ছেন বঙ্গ ললনা। সম্প্রতি সুস্মিতার এই স্নানের ভিডিও ভাইরাল হয়েছে।
তবে ভিডিওটি ঠিক কী কারণে শ্যুট করা হয়েছে তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে স্নান করার বিষয়ে বিশেষ কিছু অভ্যাস ও পছন্দ রয়েছে প্রাক্তন মিস ইউনিভার্সের। সুস্মিতার বাড়িতে তাঁর স্নান করার বাথটাব রয়েছে খোলা টেরেসে। কারণ কিনি নাকি স্নানের সময় খোলা আকাশ, চাঁদ তারাদের দেখতে পছন্দ করেন।