দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত তপসিয়া
মারামারির ঘটনায় ফের উত্তপ্ত তপসিয়া। তপসিয়ার দারাপাড়ায় কাল রাতে মার খান স্থানীয় যুবক মহম্মদ শফিক। মাথায়, হাতে আঘাত নিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি।
![দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত তপসিয়া দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত তপসিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/05/77918-topshiaclash1.jpg)
ওয়েব ডেস্ক : মারামারির ঘটনায় ফের উত্তপ্ত তপসিয়া। তপসিয়ার দারাপাড়ায় কাল রাতে মার খান স্থানীয় যুবক মহম্মদ শফিক। মাথায়, হাতে আঘাত নিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি।
আরও পড়ুন- ফেসবুকে প্রেম, বাড়িতেই আত্মঘাতী উনিশ বছরের কলেজ ছাত্রী
শফিকের অভিযোগ, শেখ আলম নামে এক ব্যক্তি তাঁকে মারধর করে। সেই দলে ছিল শেখ জুম্মান, বাচ্চা, টিটু নামে অন্য স্থানীয় যুবকরাও। আলমের দলে যোগ না দেওয়ার জন্যই তাঁকে মারধর করা হয় বলে দাবি আহত শফিকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।