প্রকাশ্য রাস্তায় দাউদাউ করে জ্বললেন দুই যুবক, একবালপুরে আতঙ্কিত এলাকাবাসী
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা থেকে সাড়ে ১২টার ঘটনা।
![প্রকাশ্য রাস্তায় দাউদাউ করে জ্বললেন দুই যুবক, একবালপুরে আতঙ্কিত এলাকাবাসী প্রকাশ্য রাস্তায় দাউদাউ করে জ্বললেন দুই যুবক, একবালপুরে আতঙ্কিত এলাকাবাসী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/21/302733-fire.jpg)
নিজস্ব প্রতিবেদন- প্রকাশ্য রাস্তায় দাউদাউ করে জ্বলছে দুই যুবক। রাতের শহরের এই ঘটনায় রীতিমত আতঙ্কিত গোটা এলাকাবাসী। মাত্র কয়েক মিনিটের মধ্যেই শরীরের ৮০ শতাংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে বছর ২৫-এর ওই দুই যুবকের। বুধবার রাতে ঘটনাটি ঘটে একবালপুর থানা এলাকার ডেন্টমিশন রোডে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা থেকে সাড়ে ১২টার ঘটনা। আচমকাই রাস্তার মাঝখানে দুই যুবকের গায়ে আগুন লেগে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন- Amphan মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ত্রাণে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে CAG-ই
এই ট্রান্সফরমার থেকেই আগুন লাগে।
৩৮ ডেন্টমিশন রোডে রাস্তার উপর একটি ট্রান্সফরমার থেকে আচমকা শর্ট সার্কিট হয়ে ওই দুই যুবকের শরীরে আগুন ধরে যায়। তাঁদের মধ্যে একজনের নাম পাপ্পু। ডেন্টমিশন রোডেরই বাসিন্দা তিনি। পাপ্পুর সঙ্গে তাঁর আরও এক বন্ধু ছিল। তাঁর গায়েও আগুন লেগে যায়। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, পাপ্পু ও তাঁর বন্ধু সিইএসসির ট্রান্সফরমারে কিছু খোঁড়াখুড়ির কাজ করছিল। তখনই এমন ভয়ানক ঘটনা ঘটে। যদিও ঘটনার পেছনে অন্য কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিস। কেনই বা ওই দুই যুবক রাতে ট্রান্সফরমারের সামনে মাটি খোঁড়াখুড়ির কাজ করছিলেন, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিস।