গণপরিবহণ এখনই নয়, গাড়ির ব্যবস্থা করেই অফিস খুলতে হবে: Firhad
বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চালু রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
![গণপরিবহণ এখনই নয়, গাড়ির ব্যবস্থা করেই অফিস খুলতে হবে: Firhad গণপরিবহণ এখনই নয়, গাড়ির ব্যবস্থা করেই অফিস খুলতে হবে: Firhad](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/17/327103-firhad1-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: কিছুটা শিথিল হয়েছে বিধিনিষেধ। অফিস খোলার অনুমতি পেয়েছে বেসরকারি সংস্থাগুলি। বাস-ট্রেন বন্ধ থাকায় কর্মীদের অফিসে আনার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থাকেই নিতে হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। অনেকেই গণপরিবহণ চালু করার দাবি করেছেন। কিন্তু এখনই বাস-ট্রেন পরিষেবা শুরু হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন রাজ্য়ের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, ''যানের ব্যবস্থা করেই অফিস খুলতে হবে বেসরকারি সংস্থাকে। তারা চাইলে সরকারি বাস ভাড়া নিতে পারে।''
এ দিন ফিরহাদ (Firhad Hakim) বলেন,''অফিস খুলতে আমাদের কাছে যারা সহযোগিতা চেয়েছে, তাদের করেছি। গণপরিবহণ এখনই চলবে না। যাতায়াতের ব্যবস্থা করেই অফিস খুলতে হবে। অনেকে সরকারি বাস চাইছে। তা নির্ধারিত ভাড়ায় দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকাকরণ ব্যাপকভাবে না হচ্ছে ততক্ষণ বাস-ট্রেন বন্ধ থাকবে। নইলে করোনা বাড়বে।''
বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চালু রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে অফিসে থাকবে না ২৫ শতাংশের বেশি কর্মী। কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট অফিসকে।
আরও পড়ুন- কৃষক-কল্যাণে কালজয়ী সিদ্ধান্ত, নেত্রীর 'অতুলনীয় নেতৃত্বে'র প্রশস্তি Mukul-র