ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে সুরঙ্গ, নাশকতার ছক কী না, উঠছে প্রশ্ন

ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে রেড রোডের ধারে বেশ কয়েক দিন ধরেই চলছিল সুড়ঙ্গ খোঁড়ার কাজ। কী কারণে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল, সেপ্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, পুলিসের নজর এড়িয়ে কিভাবে চলল এই কাজ? প্রশ্ন উঠছে, রেড রোডের মতো গুরুত্ব পূর্ণ এলাকাতেই যদি পুলিসের নজরদারির এই হাল হয় তাহলে কতটা নিরাপদে রয়েছে কলকাতা?

Updated By: Nov 30, 2013, 04:45 PM IST

ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে রেড রোডের ধারে বেশ কয়েক দিন ধরেই চলছিল সুড়ঙ্গ খোঁড়ার কাজ। কী কারণে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল, সেপ্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, পুলিসের নজর এড়িয়ে কিভাবে চলল এই কাজ? প্রশ্ন উঠছে, রেড রোডের মতো গুরুত্ব পূর্ণ এলাকাতেই যদি পুলিসের নজরদারির এই হাল হয় তাহলে কতটা নিরাপদে রয়েছে কলকাতা?

নাশকতার ছক? নাকি অন্য কিছু? ঠিক কী কারণে রেড রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত বড় সুড়ঙ্গ খোঁড়া হল? সব কিছুকে ছপিয়ে এখন প্রশ্ন উঠছে পুলিসের নজরদারি নিয়ে। শুক্রবার এক মাদকাসক্ত যুবক পুলিসকে জানানোর পর সুড়ঙ্গের বিষয়টি সামনে আসে। যদিও একদিনে এত বড় সুড়ঙ্গ খোঁড়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে পুলিসের ভূমিকা নিয়ে।

.