অভিনব মিছিলে পা মেলাল কলকাতা

অভিনব এক মিছিল দেখল কলকাতা। শ্লোগান নেই। নেই রাজনীতি। পোড় খাওয়া রাজনৈতিক মুখ নেই। তার বদলে রয়েছে হাজার স্কুল পড়ুয়ার নিস্পাপ মুখ। যে মুখে রয়েছে সুন্দর ও নির্যাতন মুক্ত শান্ত পৃথিবী গড়ার দৃঢ় শপথ।

Updated By: Aug 18, 2012, 10:24 PM IST

অভিনব এক মিছিল দেখল কলকাতা। শ্লোগান নেই। নেই রাজনীতি। পোড় খাওয়া রাজনৈতিক মুখ নেই। তার বদলে রয়েছে হাজার স্কুল পড়ুয়ার নিস্পাপ মুখ। যে মুখে রয়েছে সুন্দর ও নির্যাতন মুক্ত শান্ত পৃথিবী গড়ার দৃঢ় শপথ।
বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে শান্তির বার্তা। দেশ তথা রাজ্য জুড়ে নারীর ওপর বাড়তে থাকা নারকীয় অত্যাচারের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সংগঠিত প্রতিবাদ। আর এই প্রতিবাদের দায়িত্ব নিতে হবে ভবিষ্যতের নাগরিকদের। যারা আজকের স্কুলপড়ুয়া। অভিনব এই ভাবনা থেকেই শহরের তিনটি নামকরা ইংরাজি মাধ্যম স্কুলের ন`হাজার পড়ুয়া শনিবার সকালে পা মেলালো এক মিছিলে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সেই সচেতনতা মিছিল নজরুল মঞ্চ থেকে যাত্রা শুরু করে শেষ হল রাসবিহারি অ্যাভিনিউতে।
 
একেবারে প্রথমে বিশাল ট্রলারে বিশ্বভাতৃত্বের সঙ্গীত। তারপর নিজেদের হাতে তৈরি ছোট বড় কাটআউট ও গোলাপি বেলুনে সজ্জিত আট থেকে ১৬র স্কুলপড়ুয়ারা। মাঝে একবার প্রবল বৃষ্টিতে কিছুটা অস্বস্তি। বৃষ্টি থামতেই দৃঢ় মুখগুলোয় ভবিষ্যতের শপথ আবার পায়ে পা মেলাল।

.