একমাসের মধ্যে জয়েন্টের ফল, জানাল বোর্ড
আগামী ১৫ মে-র মধ্যেই এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা করা হবে। রবিবার একথা জানিয়েছেন জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত।
আগামী ১৫ মে-র মধ্যেই এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা করা হবে। রবিবার একথা জানিয়েছেন জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত।
রবিবারই ছিল এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার জন্য আবেদন জানান প্রায় ১ লক্ষ ৩৮ হাজার পরীক্ষার্থী। বোর্ডের দাবি, এবার পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। যদিও, ৬ ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিস। আগামী বছর থেকে পরীক্ষা গ্রহণের সময় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হলেই পরীক্ষার্থীদের হাতের ছাপ নেওয়ার কথা ভাবছেন তারা।