শহর থেকে গ্রাম-রাজ্যের সমস্ত রাস্তা অবিলম্বে সারাই, সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

চলতি মাসেই প্রশাসনিক বৈঠকের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Nov 29, 2019, 10:05 PM IST
শহর থেকে গ্রাম-রাজ্যের সমস্ত রাস্তা অবিলম্বে সারাই, সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

সুতপা সেন: উপনির্বাচনে বিজেপিকে ধরাশায়ীর করার পর বিনম্র হয়ে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনই কাজে নেমে পড়ল তাঁর প্রশাসন। নবান্নের নির্দেশ, নতুন বছরের আগে রাজ্যের সমস্ত রাস্তা সংস্কার করে ফেলতে হবে। কোনওরকম ঢিলেমি দেওয়া চলবে না।   

চলতি মাসেই প্রশাসনিক বৈঠকের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথে তাঁর সওয়ারি হয়েছিলেন মুখ্যসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুর ও মালদা, মুর্শিদাবাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাস্তার বেহাল দশা চাক্ষুষ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নবান্ন নির্দেশ দিয়েছে, নতুন বছর শুরুর আগে সারিয়ে ফেলতে হবে রাস্তা। শুধু তাই নয়, সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে সারাই করতে হবে জেলার সমস্ত রাস্তা।    

মুখ্যসচিবের নির্দেশ পেয়ে পূর্ত সচিব নবান্ন থেকে সব জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে  ভিডিও কনফারেন্স করেন। সেখানে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন তিনি। বলা হয়, অবিলম্বে কাজ শুরু করে দিতে হবে। কোনওরকম  গড়িমসি করা চলবে না।   

আরও পড়ুন- জয়ের আনন্দে গা ভাসানো নয়, বরং দলকে একুশের লক্ষ্যে রণনীতি সাজালেন নেত্রী

.