`মিডিয়া পচা প্রচার চালাচ্ছে`, ফিরহাদের পাশেই পঞ্চায়েতমন্ত্রী
একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, মিথ্যা প্রচার চালাচ্ছে সংবাদমাধ্যম। গতকাল ফিরহাদ হাকিমের পর আজ একই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি।
একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, মিথ্যা প্রচার চালাচ্ছে সংবাদমাধ্যম। গতকাল ফিরহাদ হাকিমের পর আজ একই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পচা প্রচার চালানো হচ্ছে। এদিকে গল্ফ গার্ডেন গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত ধরা পড়লেও বাকিরা এখনও অধরা।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর পর এবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। শনিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বাণিজ্যিক সাফল্যের পিছনে না দৌড়ে এবং ঘটনার প্রচার না করে সামাজিক সচেতনতা বাড়ানোর উপদেশ দিয়েছিলেন। রবিবার একধাপ এগিয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জির দাবি, এরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় কয়েকগুণ ভাল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিডিয়া পচা প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন সুব্রতবাবু।
বিরোধী দলনেতা অবশ্য সরকারপক্ষের এই দাবি উড়িয়ে দিয়েছেন।
এদিকে মূল অভিযুক্ত শরিফ আলি মোল্লা ছাড়া গল্ফ গার্ডেন গণধর্ষণ কাণ্ডে অন্য অভিযুক্তেরা এখনও ধরা পড়েনি। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকেই ধরা পড়ে মূল অভিযুক্ত শরিফ আলি মোল্লা। ঘটনায় অভিযুক্ত বাকি ছজন এলাকায় নির্মানকাজের ঠিকাশ্রমিক বলে জানা গেলেও এখনও ধরা পড়েনি কেউ। সোমবারই হাসপাতাল থেকে ছাড়া হবে গল্ফ গার্ডেন ধর্ষণকাণ্ডে অভিযোগকারী মহিলাকে। তারপরই ওই মহিলার গোপন জবানবন্দি নিতে পারে পুলিস।