সল্টলেকে চুরি বিধায়কের লালবাতি লাগানো গাড়ি

বিধায়কের বাড়ি থেকে চুরি হয়ে গেল লাল বাতি লাগানো গাড়ি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সল্টলেকে তৃণমূল বিধায়ক সুলতান সিংয়ের বাড়িতে। তৃণমূলের ওই বিধায়ক আবার রাজ্যের ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যান। সেই পদাধিকারেই লালবাতির গাড়িটি তিনি পান।

Updated By: Nov 16, 2013, 10:45 AM IST

বিধায়কের বাড়ি থেকে চুরি হয়ে গেল লাল বাতি লাগানো গাড়ি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সল্টলেকে তৃণমূল বিধায়ক সুলতান সিংয়ের বাড়িতে। তৃণমূলের ওই বিধায়ক আবার রাজ্যের ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যান। সেই পদাধিকারেই লালবাতির গাড়িটি তিনি পান।
বৃহস্পতিবার রাতেও গাড়িটি তাঁর বাড়িতেই ছিল। সকালে উঠে দেখা যায় গাড়িটি উধাও। ভোররাতে গেটের তালা ভেঙে গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। সল্টলেকের ওই এলাকায় আগামী বাইশ তারিখ পুরসভার উপনির্বাচন। ফলে রাতভর পুলিসি টহল রয়েছে। আশেপাশেই রয়েছে একাধিক আইএএস, আইপিএস সহ বেশ কয়েকজন আধিকারিকের বাড়ি। তাই সেখান থেকে লালবাতি লাগানো ভিআইপি গাড়ি চুরির ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে পুলিস-প্রশাসন।

.