নাকা তল্লাশি এড়িয়ে চম্পট, পুলিসি তৎপরতায় দুর্ঘটনা থেকে বাঁচল হেলমেটবিহীন দুই যুবকের প্রাণ
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে মৌলালি মোড়ে নাকা তল্লাশি চলাকালীন বাইক নিয়ে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুই যুবক। যদিও ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: পুলিসের চোখে ধোঁয়া দিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল হেলমেটবিহীন দুই বাইক আরোহী। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে মৌলালি মোড়ে নাকা তল্লাশি চলাকালীন বাইক নিয়ে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুই যুবক। যদিও ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: কাটমানি ইস্যুতে মেখলিগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ‘গুলি’ পুলিসের
সম্প্রতি ঊষশী কাণ্ডের পর থেকেই শহর জুড়ে পুলিসি তৎপরতা তুঙ্গে। রাতের শহরে জোরদার করা হয়েছে নাকা তল্লাশি। বাইক বাহিনীর দৌরাত্ম রুখতে রাতভোর চলছে ধরপাকড়। গত সোমবার রাতে কড়েয়া থানা এলাকার সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে একটি শপিং মলের সামনে এক বাইক আরোহী কে ধরতে গিয়ে গুরুতর জখম হন কনস্টেবল তপন ওঁরাও।
সেই ঘটনার জেরে পরদিন রাতে আরও কঠোর হয় কলকাতা পুলিসের নাকা চেকিং।
রাতের শহরের সমস্ত গুরুত্বপূর্ণ ক্রসিং ঘিরে ফেলা হয়েছে পুলিসি ব্যারিকেডে। মত্ত বাইকবাহিনী এবং দুর্ঘটনা রুখতে অব্যাহত ধরপাকড়।