কলকাতায় কলসেন্টারের আড়ালে চলছে মাদক পাচার! নেশার ট্যাবলেট যাচ্ছে আমেরিকায়
দুই দূতাবাসকে চিঠি দিয়ে নিম্নলিখিত কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: শহরে মাদকের চোরাস্রোত।বিদেশি যোগ খতিয়ে দেখতে এবার নড়চড়ে বসল লালবাজার। ভিসার মেয়াদ ফুরনোর পর কোনও রোমানিয় বা নাইজেরীয় এদেশে থাকছেন কিনা তা খতিয়ে দেখতে দুই দূতাবাসকে চিঠি দিলেন গোয়েন্দারা।
আরও পড়ুন: কলকাতায় ফের বসে গেল ব্রিজ! এই মুহূর্তের বড় খবর
কেউ রোমানিয় ..কেউ নাইজেরীয়। শহরে মাদক কারবার হোক কিংবা এটিএম জালিয়াতি। বার বার নাম জড়িয়েছে বিদেশীদেরই। তাই এদিকটায় এবার কড়া নজর দিচ্ছেন গোয়েন্দারা। ভিসা নিয়ে প্রতিবছর এশহরে আসেন বহু নাইজেরীয়-রোমানিয়। কেউ ব্যবসা কেউ চাকরি নিয়ে। কিন্তু,ভিসার মেয়ার ফুরনোর পরও অনেকেই থেকে যান এশহরে। তাঁরা কী করেন? কোথায় থাকেন? জানতে এবার সংশ্লিষ্ট দূতাবাসগুলিতে চিঠি দিল লালবাজার।
দুই দূতাবাসকে চিঠি দিয়ে নিম্নলিখিত কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে
আরও পড়ুন: কীভাবে খুন করা হবে সাত বছরের মেয়েকে, খেতে বসে স্বামীকে পরামর্শ দিয়েছিলেন স্ত্রী!
-বিভিন্ন কাজে এদেশে আসা রোমানিয়-নাইজেরীয়র সংখ্যা কত?
-ভিসার মেয়াদ ফুরনোর পর কেউ বেআইনিভাবে এদেশে থাকছেন কিনা
-যাঁরা ভিসা ছাড়া রয়ে যাচ্ছেন, তাঁরা কী করছেন?
-এখন কলকাতায় এমন বিদেশি নাগরিকের সংখ্যা ঠিক কত?
দুই দূতাবাসের কাছে এনিয়ে বিস্তারিত তথ্য জানতে চান গোয়েন্দারা। ইতিমধ্যে রোমানিয় দূতাবাসের এক আধিকারিকের সঙ্গে এনিয়ে কথা সেরে ফেলেছেন গোয়েন্দারা।