রবীন্দ্র সরোবর মেট্রোর লাইনে আত্মহত্যা, ব্যাহত পরিষেবা
রবীন্দ্র সরোবর মেট্রোর লাইনে আত্মহত্যা, ব্যাহত পরিষেবা
![রবীন্দ্র সরোবর মেট্রোর লাইনে আত্মহত্যা, ব্যাহত পরিষেবা রবীন্দ্র সরোবর মেট্রোর লাইনে আত্মহত্যা, ব্যাহত পরিষেবা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/15/239478-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্র সরোবর মেট্রোর আপ লাইনে আত্মহত্যা। আজ সকাল ১০.৩৮ নাগাদ ঘটনাটি ঘটেছে। ছুটির দিন সকালে স্টেশন ফাঁকা থাকায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেহ উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ব্যক্তির। ঘটনায় স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়েছে পরিষেবা। ব্যক্তির বয়স বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি।
আরও পড়ুন: অকাল বৃষ্টিতে ভাসছে রাজ্য, ব্যাপক ক্ষতির আশঙ্কায় আলু চাষীরা
মেট্রো সূত্রে খবর, আজ সকাল ১০.৩৫-এ ট্রেনটি প্লাটফর্মে ঢুকতেই ঝাঁপ দেন ওই ব্যক্তি। বিপদ বুঝতে পেরে চালক আপৎকালীন ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। রেললাইনে দেহ এখনও আটকে। উদ্ধারকার্য চলছে। কাজ শেষ হলে কিছুক্ষণের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে। রবিবার হওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ কম। আপাতত দমদম থেকে ময়দান ও যতীন দাস পার্ক থেকে কবি সুভাষ লাইনে মেট্রো চলছে। ঘটনাস্থলে রয়েছে মেট্রো পুলিস।