WB Assembly Election 2021: মুখ্যমন্ত্রীকে টোন-টিটকিরি কাটছেন মোদী, পরিস্থিতি উদ্বেগজনক: শশী পাঁজা
এ দিন শশী পাঁজা আরও বলেন 'প্রধানমন্ত্রীর মন্তব্যে মহিলা বিদ্বেষ স্পষ্ট। তিনি দিদিকে তাচ্ছিল্য, অপমান করছেন, দেশের মহিলাদের রক্ষার জন্য দেশে আইন রয়েছে।
![WB Assembly Election 2021: মুখ্যমন্ত্রীকে টোন-টিটকিরি কাটছেন মোদী, পরিস্থিতি উদ্বেগজনক: শশী পাঁজা WB Assembly Election 2021: মুখ্যমন্ত্রীকে টোন-টিটকিরি কাটছেন মোদী, পরিস্থিতি উদ্বেগজনক: শশী পাঁজা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/04/314686-sashi.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের মুখ্যমন্ত্রীকে দফায় দফায় হেনস্থা করছেন প্রধানমন্ত্রী। মহিলাদের এণ অপমান সত্যিই উদ্বেগজনক। রবিবার এমনটাই বললেন শশী পাঁজা। এ দিন তৃণমূল ভবনে একটি সভা করেন ডাঃ শশী পাঁজা, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া, অধ্যাপক অনন্যা চক্রবর্তী। সেখানেই প্রধানমন্ত্রীর ভাষার তীব্র নিন্দায় সুর চড়িয়েছেন তাঁরা।
শশী পাঁজা বলেন, 'দেশের প্রধানমন্ত্রীর আসনকে সম্মান জানাই। কিন্তু পদাধিকারী নিজেই সম্মান জানাচ্ছেন না। পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করেছেন প্রধানমন্ত্রী। চলতি ভাষায় তিনি টোন কাটছেন, টিটকিরি করছেন। এটা উদ্বেগের।'
এ দিন শশী পাঁজা আরও বলেন 'প্রধানমন্ত্রীর মন্তব্যে মহিলা বিদ্বেষ স্পষ্ট। তিনি দিদিকে তাচ্ছিল্য, অপমান করছেন, দেশের মহিলাদের রক্ষার জন্য দেশে আইন রয়েছে। আইনে আস্থা-ভরসা রয়েছে। নির্ভয়াকাণ্ডের পর আইন আরও স্পষ্ট হয়েছে। বিচার হবেই। মানুষও এর বিচার করবেই।'
এ দিন প্রধানমন্ত্রীর বিরোধিতায় একই ভাবে সুর চড়িয়েছেন জুন মালিয়া । তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের MP. দুবারের CM. তাঁকে অপমান করা মানে বাংলার প্রতিটা মহিলাকে অপমান করা। তাঁর প্রতি যে ভাষা ব্য়বহার করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক।