বলুন তো এটা একটা নাকি দুটো জিরাফ
কী এখনও বুঝতে পারছেন না! এটা কী একটাই জিরাফ নাকি দুটো? আচ্ছা দাঁড়ান তার আগে একটু বলে নিই ছবিটা কী তুলেছেন। ফোটোগ্রাফার রুডি হালশফ। ছবিটা তোলা হয়েছে রয়্যাল মালেওয়ার লজ, দক্ষিণ আফ্রিকায়। ৩৮ বছরের ওই নেচার ফোটোগ্রাফার ছবি তুলছিলেন।
![বলুন তো এটা একটা নাকি দুটো জিরাফ বলুন তো এটা একটা নাকি দুটো জিরাফ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/20/48174-zif.jpg)
ওয়েব ডেস্ক: কী এখনও বুঝতে পারছেন না! এটা কী একটাই জিরাফ নাকি দুটো? আচ্ছা দাঁড়ান তার আগে একটু বলে নিই ছবিটা কী তুলেছেন। ফোটোগ্রাফার রুডি হালশফ। ছবিটা তোলা হয়েছে রয়্যাল মালেওয়ার লজ, দক্ষিণ আফ্রিকায়। ৩৮ বছরের ওই নেচার ফোটোগ্রাফার ছবি তুলছিলেন।
হঠাত্ই তিনি দেখতে পান দুটো জিরাফ নিজেদের মধ্যে লড়াই করছে। লড়াই করতে করতে তারা প্রায় জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সেই সময়ই ওঠে এই পারফেক্ট টাইম পিকচার। ফোটগ্রাফার বেজায় খুশি। বললেন, ''এই ছবিটার জন্য আমায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ওটা দুটো জিরাফের ছবি। কিন্তু একেবারে সঠিক সময়ে ছবিটা তোলার কারণে মনে হচ্ছে একটা জিরাফেরই ছবি।''
জানি আপনি উত্তরটা আগেই ঠিক দিয়ে দিয়েছেন। তবু বলতেই হবে উত্তরটা দিতে গিয়ে আপনাকে একটু কসরত করতে হল।