বানিহালের কাছে খাদে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত কমপক্ষে ১৬
ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের উপর খাদে পড়ে পড়ে গেল অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস। মৃতের সংখ্যা কমপক্ষে ১৬। আহত ৩০-এর বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH: Rescue operation by Army underway as bus carrying Amarnath Yatra pilgrims fell off road on Jammu-Srinagar highway in Ramban, 11 dead pic.twitter.com/f1anBmdtdd
— ANI (@ANI_news) July 16, 2017
রামবানের কাছে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। দুর্ঘটনাগ্রস্ত বাসটি অমরনাথ তীর্থযাত্রীদের সরকারি কনভয়ের অন্তর্গত । গত সপ্তাহেই কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিরস্ত্র যাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ৮ জন তীর্থযাত্রী।
পহেলগাম থেকে ৪৬ কিলোমিটার ও বালতাল থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত পবিত্র অমরনাথ ধাম। আগামী ৭ অগাস্ট পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রা চলবে বলে পূর্ব নির্ধারিত।
আরও পড়ুন, ১৫৮১ জন 'অপরাধী'র ভোটে নির্বাচিত হবেন ভারতের রাষ্ট্রপতি