পাসপোর্টের পুলিস ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়
২০০৯ সাল থেকে এই প্রকল্পটি নিয়ে আলোচনা চলছে। অবশেষে দেশের ১৫ হাজারের বেশি থানাকে নিয়ে এবছরই লিঙ্কিংয়ের কাজ শুরু হয়েছে।
![পাসপোর্টের পুলিস ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায় পাসপোর্টের পুলিস ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/02/110997-jfkdhfdhkhdfkhkdfhkhdfk.jpg)
নিজস্ব প্রতিবেদন : পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আরও শিথিল হল নিয়ম। এখন থেকে পুলিস ভেরিফিকেশনের জন্য সশরীরে থানায় গিয়ে হাজিরা দিতে হবে না আবেদনকারীকে। ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে অনলাইনেই পূরণ করা যাবে।
ন্যাশনাল ডাটাবেসের একটি লিঙ্কের মাধ্যমে আবেদনকারীকে তাঁর ব্যক্তিগত ও পুলিস রেকর্ডের তথ্য দিতে হবে। সিসিটিএনএস-এর আওতায় এই ডেটাবেস চালু করা হবে। চলতি বছর থেকেই এই নতুন পদ্ধতি চালু হয়ে যাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
২০০৯ সাল থেকে এই প্রকল্পটি নিয়ে আলোচনা চলছে। অবশেষে দেশের ১৫ হাজারের বেশি থানাকে নিয়ে এবছরই লিঙ্কিংয়ের কাজ শুরু হয়েছে। কয়েকটি রাজ্য ইতিমধ্যেই এই অনলাইন ভেরিফিকেশন পদ্ধতিও চালু করে দিয়েছে।
আরও পড়ুন- স্ত্রী ঘুমকাতুরে; রাধঁতে জানে না, অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা স্বামীর