ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সবকটি মামলার তদন্তে সিবিআই, সিদ্ধান্ত রাজ্য সরকারের

চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে বিবৃতি জারি ত্রিপুরা সরকারের। 

Updated By: Apr 28, 2018, 02:12 PM IST
ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সবকটি মামলার তদন্তে সিবিআই, সিদ্ধান্ত রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিপ্লব দেবের সরকার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, চিটফান্ড দুর্নীতি সংক্রান্ত ৭৪ মামলারই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিটফান্ডকাণ্ডে বুধবার ত্রিপুরার প্রাক্তন সামাজিক উন্নয়নমন্ত্রী বিজিতা নাথকে জেরা করেছেন তদন্তকারীরা। শুক্রবার আবার সিবিআই জেরার মুখে পড়েন প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।   

চলতি বছরের শুরুতে ত্রিপুরা হাইকোর্টে ১১টি মামলার তদন্তভার চেয়ে আবেদন করেছিল সিবিআই। ত্রিপুরা সরকার জানিয়েছে, ১১টি মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিতে তাদের কোনও আপত্তি নেই। বরং বাকি ৬৩টি মামলারও তদন্তভার নিক তারা। ২০১৫ সালে চিটফান্ড দুর্নীতির তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল ত্রিপুরা হাইকোর্ট। 

বিশেষ তদন্তকারী দলের প্রধান তথা পুলিসের ইন্সপেক্টর জেনারেল কেভি শ্রীজেশ বলেন, '' আমরা তদন্ত প্রায় শেষ করে ফেলেছি। মাত্র ৭-৮টি মামলা বাকি। এখন রাজ্য সরকার মামলাগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করেছে। এব্যাপারে আমার কিছু বলার নেই।'' প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর দাবি, ২০১৪ সালে ৩৭টি মামলা সিবিআইকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তত্কালীন বাম সরকার। তবে সিবিআই মাত্র ৫টি মামলা হাতে নিয়েছিল।

আরও পড়ুন- গাজিপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মৌলবিকে গ্রেফতার করল দিল্লি পুলিস

.