সাম্প্রদায়িক চশমায় শহিদদের দেখবেন না, ওয়েসির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সেনার
সাম্প্রতিক জঙ্গি হানায় কতজন মুসলিম শহিদ হয়েছেন মঙ্গলবার সেই পরিসংখ্যান তুলে ধরেন এআইএমআইএম-এর প্রধান ওয়েসি। ওয়েসির ওই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে নর্দান কম্যান্ডের চিফ জেনারেল দেবরাজ আনবু বলেন, "যারা এ ধরনের কথা বলছেন, তাঁরা সেনা বাহিনীকে ভালো করে জানেন না"।
![সাম্প্রদায়িক চশমায় শহিদদের দেখবেন না, ওয়েসির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সেনার সাম্প্রদায়িক চশমায় শহিদদের দেখবেন না, ওয়েসির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সেনার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/14/109190-owaisi.jpg)
নিজস্ব প্রতিবেদন: শহিদদের নিয়ে সাম্প্রদায়িকতা করবেন না, আসাউদ্দিন ওয়েসির মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এ কথাই বললেন নর্দান কম্যান্ডের চিফ জেনারেল দেবরাজ আনবু। সাম্প্রতিক জঙ্গি হানায় কতজন মুসলিম শহিদ হয়েছেন মঙ্গলবার সেই পরিসংখ্যান তুলে ধরেন এআইএমআইএম-এর প্রধান ওয়েসি।
এদিন ওয়েসির ওই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে আনবু আরও বলেন, "যারা এ ধরনের কথা বলছেন, তাঁরা সেনা বাহিনীকে ভালো করে জানেন না"। প্রসঙ্গত, ভারতের প্রতি মুসলিমরা কতটা দায়বদ্ধ সে কথা বলতে গিয়ে মঙ্গলবার ওয়েসি বলেন, "যারা ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বলে, তাদের জানা উচিত যে আমরা (মুসলিম সম্প্রদায়) দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছি"। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী সেদিন ওয়েসি জানান, গত শনিবারের পাক হামলায় নিহত ৭ জওয়ানের মধ্যে ৫ জনই মুসলিম।
আরও পড়ুন- সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার অত্যাধুনিক করতে তত্পর কেন্দ্র
তবে ওয়েসি যাই বলুন না কেন, এদিন জেনারেল দেবরাজ আনবু স্পষ্ট করে দিয়েছেন যে সেনাবাহিনীর চোখে শহিদের কোনও সাম্প্রদায়িক পরিচয় নেই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।