পি সি জুয়েলারের সঙ্গে হাত মেলালো ফ্লিপকার্ট
অনলাইন গয়না কেনার প্ল্যাটফর্ম তৈরি করতে পি.সি. জুয়েলারের সঙ্গে হাত মেলাল ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্ট। সোমবার সংস্থার তরফে জানানো হয় পি.সি. জুয়েলারের শোরুমের লাক্সারি সুযোগ সুবিধা অনলাইনে নিয়ে আসছে ফ্লিপকার্ট।
ওয়েব ডেস্ক: অনলাইন গয়না কেনার প্ল্যাটফর্ম তৈরি করতে পি.সি. জুয়েলারের সঙ্গে হাত মেলাল ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্ট। সোমবার সংস্থার তরফে জানানো হয় পি.সি. জুয়েলারের শোরুমের লাক্সারি সুযোগ সুবিধা অনলাইনে নিয়ে আসছে ফ্লিপকার্ট।
পি.সি. জুয়েলারের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আর কে শর্মা জানান, আমরা আমাদের অনলাইন জুয়েলারি ব্র্যান্ড ওয়্যারইয়োরশাইন (WearYourShine)-এর ওপর মনোনিবেশ করছি। ফ্লিপকার্টের সাহায্যে ক্রেতারা পি.সি. জুয়েলারের ৪৬টিরও বেশি শোরুম থেকে অনলাইনে গয়না কেনা, বদলানো ও ফেরত দেওয়ার সুবিধা পাবেন। আমাদের ধারণা আগামী কয়েক বছরের মধ্যে অনলাইনে গয়না কেনা খুবই জনপ্রিয় হতে চলেছে।
অন্যদিকে, এই পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফ্লিপকার্টের রিটেল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কল্যান কৃষ্ণমূর্তি।