মহারাষ্ট্রের পালঘরে ২ সাধুকে পিটিয়ে খুনের মামলায় জামিন ৪ অভিযুক্তের
ঘটনার দিন ওই দুই সাধু পালঘর থেকে গুজরাট যাচ্ছিলেন। সেসম রটে যায় তারা শিশু চোর। এর পরেই তাদের ওপরে চড়াও হল এলাকার লোকজন
![মহারাষ্ট্রের পালঘরে ২ সাধুকে পিটিয়ে খুনের মামলায় জামিন ৪ অভিযুক্তের মহারাষ্ট্রের পালঘরে ২ সাধুকে পিটিয়ে খুনের মামলায় জামিন ৪ অভিযুক্তের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/03/285784-10.gif)
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের পালঘরে ২ সাধুকে পিটিয়ে মারার মামলায় ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করল থানের বিশেষ আদালত। ওই চার জনের মধ্যে ৩ জন একই পরিবারের।
আরও পড়ুন-বিনা অপরাধে ২০ বছর কেটেছে লাহোরের জেলে, অবশেষে ঘরে ফিরছেন ওড়িশার বিরজু
মঙ্গলবার জেল আদালতের বিচারক পি পি যাদব প্রত্যেকের ১৫,০০০ টাকা বন্ডে ওই চারজনের জামিন মঞ্জুর করেন। যে চার অভিযুক্ত জামিন পেলেন তারা হলেন লক্ষ্মণ রামজি যাদব, নিতিন যাদব, মনোজ লক্ষ্মণ যাদব ও তুকারাম রুপজি সাঠে। এরা সবাই পালঘরের গড়চিঞ্চালে গ্রামের বাসিন্দা। পালঘরের ওই ঘটনায় মোট ২০০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে এই চারজনই প্রথম জামিন পেলেন।
উল্লেখ্য, এ বছর ১৬ এপ্রিল পালঘরে চোর সন্দেহে চিকনে মহারাজ(৭০) ও সুশীলগিরি মহারাজ নামে দুই সাধুকে পিটিয়ে মারে এলাকার মানুষজন। ওই দুই সাধুর সঙ্গেই গণপিটুনিতে খুন হন তাদের গাড়ির চালক নীলেশ তেলগাডে।
আরও পড়ুন-'কোভিড পজিটিভ', করোনায় আক্রান্ত খোদ কলকাতা মেডিকেলের অধ্যক্ষ
ঘটনার দিন ওই দুই সাধু পালঘর থেকে গুজরাট যাচ্ছিলেন। সেসম রটে যায় তারা শিশু চোর। এর পরেই তাদের ওপরে চড়াও হল এলাকার লোকজন। দুই সাধু ও তাদের গাড়ির চালককে পিটিয়ে মারে উন্মত্ত জনতা।