ISIS-এর হয়ে যুদ্ধ করছে এই ভারতীয় মহিলা?
ISIS-এর হাতে বন্দি নাকি এই জঙ্গিগোষ্ঠীর হয়ে যুদ্ধ করছে সে? একজন ভারতীয় মহিলা। ISIS অধ্যুষিত এলাকায় খোঁজ মেলা এই মহিলাই প্রথম ভারতীয় মহিলা। যে এখনও জীবিত রয়েছে। কিন্তু সে কেন ওখানে রয়েছে, সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানা যায়নি। প্রাক্তন ISIS জঙ্গি সুবাহানিকে জেরা করে মিলেছে এই তথ্য।
![ISIS-এর হয়ে যুদ্ধ করছে এই ভারতীয় মহিলা? ISIS-এর হয়ে যুদ্ধ করছে এই ভারতীয় মহিলা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/17/70574-maxresdefault1479300072725x725.jpg)
ওয়েব ডেস্ক : ISIS-এর হাতে বন্দি নাকি এই জঙ্গিগোষ্ঠীর হয়ে যুদ্ধ করছে সে? একজন ভারতীয় মহিলা। ISIS অধ্যুষিত এলাকায় খোঁজ মেলা এই মহিলাই প্রথম ভারতীয় মহিলা। যে এখনও জীবিত রয়েছে। কিন্তু সে কেন ওখানে রয়েছে, সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানা যায়নি। প্রাক্তন ISIS জঙ্গি সুবাহানিকে জেরা করে মিলেছে এই তথ্য।
প্রাক্তন ISIS জঙ্গি সুবাহানি হাজা মইদিনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা গেছে ISIS অধ্যুষিত ইরাক ও সিরিয়া অঞ্চলে একটি ভারতীয় পরিবার রয়েছে। NIA-এর জেরায় সুবাহানি জানিয়েছে, মহারাষ্ট্রের বাসিন্দা ওই পরিবার। সে যখন পাঁচ মাস মসুলে ছিল, তখন ওই পরিবারের সঙ্গে তার দেখা হয়। আরও পড়ুন, অন্য মহিলার সঙ্গে চ্যাট? স্বামীর সঙ্গে এটাই করলেন স্ত্রী