কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ঢোঁক গিলে বললেন রাহুল
অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর কাশ্মীর নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখিয়েছ প্রধান বিরোধী দল। টুইটে সে ক্ষোভও একাধিকবার উগড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোল বাধানোর চেষ্টা করছে পাকিস্তান। কার্যত হুঁশিয়ারির সুরেই ইমরানের সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি, তাঁর অবস্থানও স্পষ্ট করে দিলেন। কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের দেশের ‘নাক গলানোর’ কোনও জায়গা নেই। রাহুলের এহেন মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, এত সুপষ্টভাবে কখনওই রাহুল গান্ধীকে পাকিস্তানকে তুলোধনা করতে দেখা যায়নি। উলটে বিজেপি কাছ থেকে কটাক্ষ শুনতে হয়, পাকিস্তানের সুরেই কথা বলছেন রাহুল গান্ধী!
অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর কাশ্মীর নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখিয়েছে প্রধান বিরোধী দল। টুইটে সে ক্ষোভও একাধিকবার উগড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জম্মু-কাশ্মীরে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। উপত্যকায় শান্তি ব্যাঘাত ঘটতে পারে এই আশঙ্কায় রাহুল গান্ধীকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত্ পাঠানো হয়। রাহুলের অভিযোগ ছিল, কাশ্মীরে হিংসার ঘটনা ঘটছে। সরকার তা প্রকাশ্যে নিয়ে আসছে না। তবে, আজ কাশ্মীরের এই হিংসার পিছনে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, “পাক মদতেই কাশ্মীরে হিংসা ছড়াচ্ছে।” তিনি মনে করিয়ে দেন, গোটা বিশ্বে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলা হয়।
There is violence in Jammu & Kashmir. There is violence because it is instigated and supported by Pakistan which is known to be the prime supporter of terrorism across the world.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2019
Spot on, Chief! This is what @INCIndia has insisted all along: J&K is an integral part of India; we opposed the manner in which Art.370 was abrogated because the way it was done assaulted our Constitution& democratic values. No reason for Pak to draw any comfort from our stand https://t.co/iI8HZ6sopU
— Shashi Tharoor (@ShashiTharoor) August 28, 2019
প্রাক্তন কংগ্রেস সভাপতির এ হেন টুইটে যারপরনাই খুশি কংগ্রেস নেতা শশী থারুর। কাশ্মীর নিয়ে তাঁর বেশ কিছু মন্তব্য অস্বস্তিতে ফেলে কংগ্রেসকে। কিন্তু রাহুল গান্ধীর এমন টুইট দেখে তিনি বুঝিয়ে দিলেন এতদিন হয়ত সেই কথাই বলার চেষ্ট করছেন। শশী থারুর বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানকে এর জন্য সুবিধাজনক জায়গা করে দেওয়া উচিত হবে না। তবে, শশী থারুর এ-ও বলেন, যে পদ্ধতিতে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে তা অগণতান্ত্রিক।