ছত্তিসগড়-ঝাড়খণ্ডে লড়াইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে মাওবাদীরা, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের
![ছত্তিসগড়-ঝাড়খণ্ডে লড়াইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে মাওবাদীরা, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের ছত্তিসগড়-ঝাড়খণ্ডে লড়াইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে মাওবাদীরা, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/07/95440-02222.jpg)
ওয়েব ডেস্ক : ছত্তিসগড় ও ঝাড়খণ্ডের মতো রাজ্যের মাওবাদী অধ্যুসিত এলাকায় লড়াইয়ের জন্য শিশুদের ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রসংঘের বাৎসরিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনই উদ্বেগজনক তথ্য। মহারাষ্ট্র, ওড়িশার মতো রাজ্যেও একই কাজ করছে মাওবাদীরা।
রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়েছে, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের মতো রাজ্যে মাওবাদীরা যে শিশুদের লড়াইয়ের কাজে নিয়োগ করছে তা নিয়ে গত কয়েক বছর ধরেই খবর আসছিল। তবে গত ৬ বছরের তুলনায় শিশুদের লড়াইয়ের জন্য ব্যবহার করার প্রবণতা অনেকটাই কমেছে।
উল্লেখ্য, গত বছর মাওবাদীদের নিয়ে ২০১৫ সালের রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। সেখান বলা হয় বিহার, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ৬ বছরের শিশুকেও কাজে লাগাচ্ছে মাওবাদীরা।
রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেজ তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, ‘কোনওরকম হিংসা থেকে শিশুদের যাতে বাঁচানো যায় তার জন্য ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে। মাওবাদীদের বিরুদ্ধে আপারেশনের সময়ে বহু শিশুর মৃত্যু হচ্ছে। এ জিনিস থামাতে হবে।’
আরও পড়ুন-পণের দাবিতে গৃহবধূকে খুন সোনারপুরে