১২ বছরের নীচে শিশুদের ধর্ষণ করলেই ফাঁসি!

ইন সংশোধন না হলেও নয়া সংশোধনীতে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা।

Updated By: Nov 26, 2017, 08:32 PM IST
১২ বছরের নীচে শিশুদের ধর্ষণ করলেই ফাঁসি!

নিজস্ব প্রতিবেদন:  ১২ বছরের কম বয়সি নাবালিকাকে ধর্ষণে এবার ফাঁসির সাজা! আইন সংশোধন না হলেও নয়া সংশোধনীতে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা।

আরও পড়ুন: ‘স্ত্রী-কে নিজের কাছে রাখার জন্য স্বামীকে বাধ্য করতে পারি না’, জানাল শীর্ষ আদালত

নয়া সংশোধনীতে বলা হয়েছে, ১২ কিংবা তারও কম বয়সের মেয়েদের ধর্ষণ করলে, অপরাধীর ফাঁসি হবে। ধর্ষণে জড়িত থাকলেও অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গণধর্ষণের ক্ষেত্রেও এই প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন: কালো কাপড়ে ঢাকা হল পদ্মিনী মহলের ফলক, চাপের কাছে নতিস্বীকার! উঠছে প্রশ্ন

সম্প্রতি কোচিং ক্লাস থেকে পড়ে ফেরার সময়ে এক ইউপিএসসি-র পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হন। এরপরই রাজ্যজুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। মধ্যপ্রদেশে বাড়তে থাকা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সরকারের বিপন্নতাও প্রকাশ্যে চলে আসে। মহিলাদের ওপর বাড়তে থাকা অপরাধ দমন করতেই নয়া পদক্ষেপ মধ্যপ্রদেশ সরকারের। যদিও এই বিষয়টির কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং। প্রসঙ্গত, ধর্ষকদের শাস্তি ও জরিমানাও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 

.