UP Murder: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ভাইরাল ভিডিয়ো...
পুলিস সূত্রে খবর, মৃত তরুণীর নাম নেহা বিজয়পাল সিং। বাড়ি, উত্তরপ্রদেশের বুলন্দশহরে। অভিযোগ, বাড়িতে গিয়ে তাঁকে গুলি করে খুন করেছে টিটো বীরপাল সিং নামে এক যুবক। তারপর সেই বন্দুক থেকেই গুলি চালিয়ে আত্মহত্য়া করেছেন তিনি নিজেই!
![UP Murder: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ভাইরাল ভিডিয়ো... UP Murder: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ভাইরাল ভিডিয়ো...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/05/458989-acri.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! দু'জনের রক্তাক্ত দেহের ভিডিয়ো ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। ঘটনাস্থল, সেই উত্তরপ্রদেশ।
আরও পড়ুন: Uttarakhand UCC Bill | Uttarakhand: 'বাল্য বিবাহ-বহুবিবাহে না', আর কী বলছে ইউনিফর্ম সিভিল কোড?
পুলিস সূত্রে খবর, মৃত তরুণীর নাম নেহা বিজয়পাল সিং। বাড়ি, উত্তরপ্রদেশের বুলন্দশহরে। অভিযোগ, বাড়িতে গিয়ে তাঁকে গুলি করে খুন করেছে টিটো বীরপাল সিং নামে এক যুবক। তারপর সেই বন্দুক থেকেই গুলি চালিয়ে আত্মহত্য়া করেছেন তিনি নিজেই!
কেন? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নেহা ও টিটোর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক মেনে নেওয়া তো দূর, মেয়ের অন্যত্র বিয়ের ঠিক করে ফেলেছিলেন নেহার পরিবার লোকেরা। এরপর একটি দেশি বন্দুক নিয়ে সটান প্রেমিকার বাড়িতে চলে যান টিটো। কবে? আজ, সোমবার।
এদিকে এই ঘটনার পর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণ আর তরুণী। আর চারপাশ রক্তে ভেসে যাচ্ছে! বুলন্দশহরের অতিরিক্ত পুলিস সুপার জানিয়েছেন, 'দুটি দেহই আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রেমজনিত কারণেই এই ঘটনা। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)