রাহুল নয়, মোদীকেই দিল্লির গদিতে দেখতে চান দেশের ৬০%-এর বেশি ভোটার, দাবি মার্কিন সমীক্ষার

আসন্ন লোকসভা নির্বাচনের পর দেশের ৬০%-এর বেশি মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপির সরকারকেই দেখতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রের Pew রিসার্চ সংস্থা দাবি করেছে তাদের সমীক্ষা অনুযায়ী মোদীর জয় এক প্রকার নিশ্চিত।

Updated By: Feb 27, 2014, 10:17 AM IST

আসন্ন লোকসভা নির্বাচনের পর দেশের ৬০%-এর বেশি মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপির সরকারকেই দেখতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রের Pew রিসার্চ সংস্থা দাবি করেছে তাদের সমীক্ষা অনুযায়ী মোদীর জয় এক প্রকার নিশ্চিত।

এই সমীক্ষায় কোন দল কতগুলি আসন পেতে পারে তার কোনও আভাস না থাকলেও বলা হয়েছে রাহুল গান্ধীর তুলনায় ভারতের জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী পদের জন্য অনেক বেশি জনপ্রিয় নরেন্দ্র মোদী।

ওয়াশিংটনের Pew রিসার্চ সংস্থা গতবছরের ডিসেম্বরের ৭ তারিখ থেকে এই বছর জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত এ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে মোট ২,৪৬৪ জন ভোটারের উপর সমীক্ষা চালিয়েছে। সমীক্ষার জন্য Pew যে বিস্তীর্ণ অঞ্চল বেছে নিয়েছিল সেই অঞ্চল দেশের ৯১% ভোটারের বাসস্থান।

এই সমীক্ষা অনুযায়ী ভারতের ১/৩ -এর কম জনগণ বর্তমান সরকারকে নিয়ে খুশি। Pew সমীক্ষা বলছে প্রতি ১০ জনে ছ`জন ভারতীয় কেন্দ্রে বিজেপি সরকারকে দেখতে চাইছে। প্রতি ১০ জনে মাত্র ২জন বর্তমানের কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে আরও একবার কেন্দ্রে দায়িত্ব দিতে চাইছেন।

সমীক্ষা অনুযায়ী অনান্য দল গুলির এক সঙ্গে মোটামুটি ১২% ভোট পাওয়ার সম্ভাবনা আছে। এই সমীক্ষা বলছে গ্রাম (৬৪%) ও শহরাঞ্চলে (৬০%) প্রায় সমান মানুষ বিজেপিকে সমর্থন করছেন।

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা পাঞ্জাব ও দিল্লি মিলিয়ে মোট ৪০ কোটি ভোটারের ৭৪% বিজেপির জয়ই চাইছেন।

বিজেপির মোদীর খাস দূর্গ গুজরাত সহ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ে অপেক্ষাকৃত খারাপ ফল করতে চলেছে বিজেপি। এই অঞ্চলের ৫৪% ভোট যাবে বিজেপির দখলে, দাবি Pew সমীক্ষার।

Pew সমীক্ষা অনুযায়ী ভোটারদের মাত্র ১৭% মনে করেন ফের ক্ষমতায় এলে কংগ্রেস সরকার কর্মসংস্থানের উন্নতি করবে। সেখানে ৬০% মনে করেন কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার এলে কমবে বেকারত্ব, জঙ্গি সন্ত্রাস, বাড়বে উন্নয়ন।

.