Weekend Curfew: মাস্ক পরে ক্রিকেট খেলার দাবি, Viral দিল্লি পুলিসের উত্তর

দিল্লি পুলিশ, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে, এই নিষেধাজ্ঞাগুলির বিষয়ে জনসাধারণের প্রশ্নের উত্তর দিচ্ছে

Updated By: Jan 8, 2022, 08:59 AM IST
Weekend Curfew: মাস্ক পরে ক্রিকেট খেলার দাবি, Viral দিল্লি পুলিসের উত্তর
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: নতুন কোভিড ১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধির কারণে, সপ্তাহান্তে শুক্রবার রাত ১০টা থেকে ৫৫-ঘন্টা-ব্যাপী কারফিউ চালু হয়েছে দিল্লিতে। এরফলেই নিজেদের বাড়িতে আটকে পড়েছেন দিল্লির বাসীন্দারা।

দেশের রাজধানীতে সপ্তাহান্তের কারফিউ চলাকালীন, অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে জড়িত এবং অব্যাহতিপ্রাপ্ত বিভাগের আওতায় থাকা ব্যক্তি বাদে, সোমবার সকাল ৫টা পর্যন্ত বাকিদের গতিবিধি সীমাবদ্ধ থাকবে।

এর পরিপ্রেক্ষিতে, দিল্লি পুলিশ, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে, এই নিষেধাজ্ঞাগুলির বিষয়ে জনসাধারণের প্রশ্নের উত্তর দিচ্ছে।

 

এরকমই এক নেটিজেনের অদ্ভুত প্রশ্নের খুবই মজাদার উত্তর দিয়েছে তারা। ওই নেটিজেন প্রশ্নও করেন,  "আমরা কি সামাজিক দূরত্ব মেনে এবং মাস্ক পরে ক্রিকেট খেলতে পারি?"

দিল্লি পুলিস এই প্রশ্নের একটি মজাদার উত্তরে জানায়, "এটি একটি 'সিলি পয়েন্ট', স্যার। 'অতিরিক্ত কভার' নেওয়ার সময় এসেছে। এছাড়াও, দিল্লি পুলিশ 'ক্যাচিং'-এ ভাল।" 

 

উল্লেখযোগ্য বিষয় হল দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) জানিয়েছে যে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহান্তে কারফিউ বলবৎ থাকবে।

অন্যদিকে, শুক্রবার দেশের রাজধানীতে ১৭,৩৩৫টি নতুন COVID-19 সংক্রমণের খবর পাওয়া গেছে এবং ৯ জন মারা গেছেন।

 

দিল্লিতে বর্তমানে ৩৯,৮৭৩টি সক্রিয় করোনভাইরাস কেস রয়েছে এবং শহরের পজিটিভিটি রেট বর্তমানে ১৭.৭৩ শতাংশ।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.