পরবর্তী নেতা রাহুল গান্ধী, জানালেন প্রণব মুখোপাধ্যায়

এর আগে দিগ্বিজয় সিং, জনার্দন দ্বিবেদীর মতো দশ জনপথ ঘনিষ্ঠ কংগ্রেস নেতাদের গলায় একাধিকবার শোনা গিয়েছে এই সম্ভাবনার কথা। এবার, কোনওরকম রাখঢাক না রেখেই তা জানিয়ে দিলেন মনমোহন ক্যাবিনেটের নাম্বার টু! বীরভূমের মিরিটি গ্রামে নিজের বাডি়র দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে মিডিয়ার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাহুল গান্ধীর নেতৃত্বেই আগামী লোকসভা নির্বাচনে লড়বে কংগ্রেস

Updated By: Oct 5, 2011, 01:03 PM IST

এর আগে দিগ্বিজয় সিং, জনার্দন দ্বিবেদীর মতো দশ জনপথ ঘনিষ্ঠ কংগ্রেস নেতাদের গলায় একাধিকবার শোনা গিয়েছে এই সম্ভাবনার কথা। এবার, কোনওরকম রাখঢাক না রেখেই তা জানিয়ে দিলেন মনমোহন ক্যাবিনেটের নাম্বার টু!
বীরভূমের মিরিটি গ্রামে নিজের বাডি়র দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে মিডিয়ার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাহুল গান্ধীর নেতৃত্বেই আগামী লোকসভা নির্বাচনে লড়বে কংগ্রেস। তাঁর দাবি, কংগ্রেসের কাছে বরাবরই সংগঠনে নতুন রক্তসঞ্চারের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। আর সেই ঐতিহ্য অনুসরণ করেই নেতৃত্বে আসবেন তরুণ প্রজন্মের নেতা রাহুল গান্ধী। তবে রাহুলকে সামনে রেখে ভোটে লড়লেও প্রধানমন্ত্রী কে হবেন, সে ব্যাপারে সরাসরি কিছু বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।একের পর এক দুর্নীতিকাণ্ড এবং অভ্যন্তরীণ টানাপোড়েনে জেরবার কংগ্রেস নেতৃত্ব এবার পরিস্থিতি মোকাবিলার জন্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল রাজধানীর রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যে কার্যত সেই বার্তাই মিলেছে। কংগ্রেসের পরবর্তী নেতা হিসেবে আমেঠির সাংসদের অভিষেকের পাশাপাশি, পরবর্তী `পিএম ইন ওয়েটিং` নিয়ে গেরুয়া শিবিরের চোরাস্রোত নিয়েও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। কিন্তু বিষয়টি এড়িয়ে যান তিনি। প্রণব মুখোপাধ্যায় বলেন, বিজেপি তাদের নেতা হিসেব লালকৃষ্ণ আডবাণীকে তুলে ধরবে নাকি অন্য কাউকে, সেটা তাদের নিজস্ব সমস্যা।
তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন রাজ্য গঠনের দাবি অত্যন্ত স্বাভাবিক। তেলেঙ্গানার পাশাপাশি দেশের বেশ কিছু অঞ্চলে নতুন কয়েকটি রাজ্য গঠনের দাবি উঠেছে। আলাপ আলোচনার মাধ্যমেই এর সমাধানের পথ খুঁজতে হবে।

.