ক্লাসরুমের মধ্যে ৫ বছরের নাবালিকার সঙ্গে একী করলেন শিক্ষক!
সমাজ গঠনের ভার যে হাতে, সেই হাতেই লুঠ হয়ে গেল শৈশব। নোংরা সে হাত শিশুমনে সামজের নোংরা ছবিটা এঁকে দিল। ক্লাসরুমের মধ্যেই পাঁচ বছরের নাবালিকাকে কার্যত 'নগ্ন' করে, শাস্তির নামে তার 'শ্লীলতাহানি' করলেন শিক্ষক। আরও আঁতকে ওঠার মত ঘটনা। ক্লাসরুমে তখন উপস্থিত অন্য পড়ুয়ারাও।
![ক্লাসরুমের মধ্যে ৫ বছরের নাবালিকার সঙ্গে একী করলেন শিক্ষক! ক্লাসরুমের মধ্যে ৫ বছরের নাবালিকার সঙ্গে একী করলেন শিক্ষক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/12/78453-childabusebyhealing-heart11.jpg)
ওয়েব ডেস্ক : সমাজ গঠনের ভার যে হাতে, সেই হাতেই লুঠ হয়ে গেল শৈশব। নোংরা সে হাত শিশুমনে সামজের নোংরা ছবিটা এঁকে দিল। ক্লাসরুমের মধ্যেই পাঁচ বছরের নাবালিকাকে কার্যত 'নগ্ন' করে, শাস্তির নামে তার 'শ্লীলতাহানি' করলেন শিক্ষক। আরও আঁতকে ওঠার মত ঘটনা। ক্লাসরুমে তখন উপস্থিত অন্য পড়ুয়ারাও।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইস্টউড স্কুলে। শিশু নির্যাতনের ঘটনায় এর আগেও বেশ কয়েকবার শিরোনামে এসেছিল বেঙ্গালুরু। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ছাত্রীর মায়ের অভিযোগ, প্রথমে ওই শিশুকে বেধড়ক মারা হয়। তারপর জোর করে ক্লাসের সবার সামনে শিশুটির প্যান্ট খুলে দেওয়া হয়। এরপর ভয় দেখানো হয় যে, এইভাবে অন্ধকার ঘরে আটকে রাখা হবে। সেই ঘরে একটা বড় কুকুর থাকবে।
আরও পড়ুন, কোবরার মাথায় চুমু খেয়ে ছবি কিশোরের!