সংসদের কুরক্ষেত্রে পাণ্ডব কংগ্রেস, বিজেপি কৌরব, বললেন কং শীর্ষ নেতা

সংসদের কুরক্ষেত্রে পাণ্ডব কংগ্রেস, বিজেপি কৌরব, বললেন কং শীর্ষ নেতা

Updated By: Jun 10, 2014, 03:35 PM IST

একচেটিয়া জয়ের পর সংসদে লোকসভা অধিবেশনে এখন একচেটিয়া বিজেপি রাজ। কংগ্রেসের সর্বকালীন খারাপ ফলে অধিবেশন একপেশে হওয়ার সম্ভাবনাই বেশি। মোদী ম্যাজিকের কার্যত উড়ে যাওয়া কংগ্রেস নেতারা এখন কোণঠাসা। কিন্তু কোণঠাসা অবস্থা থেকেই মহাভারত, কুরুক্ষেত্র, পাণ্ডব, কৌরব সব ফিরিয়ে আনলেন কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে। লোকসভায় কংগ্রেসের সংসদীয় নেতা মল্লিকার্জুন বললেন, "আমার লোকসভায় ৪৪ জনে নেমে গিয়েছি ঠিকই, কিন্তু পাণ্ডবরা সংখ্যায় কম হলেও কখনও ১০০ জনের কৌরবের কাছে ভয় পায়নি।"

লোকসভা নির্বাচনের সর্বকালীন খারাপ ফলাফলের পর কংগ্রেসকে নিয়ে যখন রীতিমত কৌতূক্যে মেতে বিজেপি নেতারা। লোকসভায় বিরোধী দল হিসেবে কংগ্রেসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। তাও লোকসভার আলোচনা পর্বেই।

আজ বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি বলেন, মাত্র চুয়াল্লিশটি আসনে জয়ী কংগ্রেস এবার আঞ্চলিক দলের পর্যায়ে নেমে গিয়েছে। দলের তরফে লোকসভায় কাউকে বিরোধী দলনেতা নির্বাচিত করার মতো পরিস্থিতিও নেই। সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই কার্যত কটাক্ষের সুরে বিজেপি নেতা মন্তব্য করেন, কংগ্রেস সভানেত্রী কোনও পরামর্শ দিলে অবশ্যই তা শোনা হবে।

তবে কংগ্রেস যেভাবে দেশ শাসন করেছে বিজেপি কখনই সেই পথে হাঁটবে না। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের ওপর আজ আলোচনা চলছে লোকসভায়। কিছুটা ঘুরিয়ে কটাক্ষের সুরে গতকাল বিজেপি নেতা রাজীবপ্রসাদ রুডি বলেছিলেন, কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ যে আমরা জানিনি কাদের সঙ্গে আমরা সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব।

.