অন্ধকার থেকে আলোয়! স্বাধীনতার ৭৪ বছর পর বিদ্যুত সংযোগ পেল দেশের ২০টি গ্রাম

Aug 27, 2020, 12:45 PM IST
1/5

দেশ স্বাধীন হয়েছে ৭৪ বছর আগে। কিন্তু এতদিন এই কুড়িটি গ্রাম ছিল অন্ধকারে ডুবে। ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এই কুড়িটি গ্রামে শেষমেশ বিদ্যুত্ সংযোগ পৌঁছল।  

2/5

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের ২০ট গ্রামে বিদ্যুত সংযোগ পৌঁছেছে। তবে আপাতত সেখানে জেনারেটর-এর মাধ্যমেই ২৪ ঘণ্টা বিদ্যুত সংযোগ থাকবে। 

3/5

স্বাধীনতা দিবসে কেরান সেক্টরের কয়েকটি গ্রামে বিদ্যুত সংযোগ পৌঁছেছিল। এবার অন্ধকার থেকে আলোয় পৌঁছল মাচিল সেক্টর। 

4/5

সীমান্ত লাগোয়া অনেকগুলি গ্রামেই এখনও ইলেকট্রিসিটি পৌঁছয়নি। জম্মু-কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, এবার সেসব জায়গায় বিদ্যুত্ সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।

5/5

আপাতত মাচিলের নটি গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। দিন কুড়ির মধ্যে বাকি গ্রামগুলিতেও বিদ্যুত সংযোগ দেওয়া হবে। তবে আপাতত ডিজেলচালিত জেনারেটর দিয়ে সেখানে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে।