চার ম্যাচে মাত্র ১ গোল, আগুয়েরো বলেছেন 'শীঘ্রই গোল পাবেন মেসি'
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। তার আগে লিওনেল মেসির পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
![চার ম্যাচে মাত্র ১ গোল, আগুয়েরো বলেছেন 'শীঘ্রই গোল পাবেন মেসি' চার ম্যাচে মাত্র ১ গোল, আগুয়েরো বলেছেন 'শীঘ্রই গোল পাবেন মেসি'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/30/39624-2aguero-se-la-dong-doi-cua-messi-o-barca.jpg)
ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। তার আগে লিওনেল মেসির পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
চলতি কোপা আমেরিকায় সেভাবে মেজাজে পাওয়া যাচ্ছে না এলএম টেনকে। এই মরশুমেই বার্সেলোনায় গোলের বণ্যা বইয়ে দিলেও কোপায় চার ম্যাচে মেসির নামের পাশে মাত্র একটি গোল। দেশের জার্সিতে গোল না পাওয়ায় ফের সমালোচিত হয়েছেন ফুটবলের যুবরাজ। সেমিফাইনালে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থর পাশে দাঁড়ালেন আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকার বলেছেন শীঘ্রই গোল পাবেন মেসি। কোপাতে মেসি ম্যাজিক দেখবার জন্য উৎসক ফুটবল ফ্যানরাও।