ব্রাডম্যান, গাভাস্করের পরের আসনেই ক্যাপ্টেন স্মিথ
সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এখন তাঁর স্থান গাভাস্কর ও ডন ব্রাডম্যানের পরেই।
![ব্রাডম্যান, গাভাস্করের পরের আসনেই ক্যাপ্টেন স্মিথ ব্রাডম্যান, গাভাস্করের পরের আসনেই ক্যাপ্টেন স্মিথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/16/102539-647507-steve-smith-test-rue-970.jpg)
নিজস্ব প্রতিবেদন : সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এখন তাঁর স্থান গাভাস্কর ও ডন ব্রাডম্যানের পরেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থে ১৩৮ বলে সেঞ্চুরি করে ফেললেন অজি অধিনায়ক। টেস্টে কেরিয়ারে এটাই তাঁর দ্রুততম সেঞ্চুরি। তার থেকেও বড় বিষয় হল জীবনের ২২তম টেস্ট সেঞ্চুরি করে রেকর্ডও করে ফেললেন। তিনিই বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান যিনি ১০৮ ইনিংস খেলে ২২টি সেঞ্চুরি করলেন। এর আগে স্মিথের সামনে ছিলেন সচিন তেন্ডুলকর। সচিন ১১৪ ইনিংসে ২২টি টেস্ট সেঞ্চুরি করেন।
স্মিথের সমানে এখন মাত্র ২ জন। প্রথম জন স্যার ডন ব্রাডম্যান এবং দ্বিতীয়জন সুনিল গাভাস্কার। ব্রাডম্যান ২২টি সেঞ্চুরি করেন ৫৮ ইনিংসে। অন্যদিকে, গাভাস্কার ১০১ ইনিংসে ওই ২২টি সেঞ্চুরি করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে টেস্ট ম্যাচ থেকে ১ হাজার রান করে ফেললেন স্মিথ। অস্ট্রেলিয়ার এই রেকর্ড রয়েছে একমাত্র ম্যাথু্ হেডেনের।