ISL 2020-21: জয় দিয়েই প্রথম পর্বের অভিযান শেষ করল এসসি ইস্টবেঙ্গল
শনিবার বেঙ্গালুরু এফসি কে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড।
![ISL 2020-21: জয় দিয়েই প্রথম পর্বের অভিযান শেষ করল এসসি ইস্টবেঙ্গল ISL 2020-21: জয় দিয়েই প্রথম পর্বের অভিযান শেষ করল এসসি ইস্টবেঙ্গল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/10/301038-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন:আইএসএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত এসসি ইস্টবেঙ্গল। শনিবার বেঙ্গালুরু এফসি কে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। জয় দিয়েই প্রথম পর্বের অভিযান শেষ করল রবি ফাউলার-এর দল।
এফ সি গোয়ার বিরুদ্ধে প্রায় 40 মিনিট দশজনে খেলে ১-১ ড্র করেছিল এস সি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে এটাই ছিল লাল-হলুদের ইতিবাচক দিক। আইএসএল এর প্রথম পর্বের শেষ লগ্নে ছন্দে ফিরছে ফাউলার এর দল। লিগে টানা তিন ম্যাচ হারা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শুরুতেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুড়ি মিনিটে স্তেইনম্যান এর গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ব্যাস তারপর আর কোনোভাবেই গোল শোধ করতে পারেনি সুনীল ছেত্রী রা। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় এসসি ইস্টবেঙ্গল।
দশ ম্যাচ শেষে লাল-হলুদের পয়েন্ট ১০। জয় দিয়েই প্রথম পর্ব শেষ করল রবি ফাউলার এর দল। অন্যদিকে প্রথম পর্বের শেষে ১০ ম্যাচে বেঙ্গালুরু এফসি পয়েন্ট ১২।