বিয়ে করছেন বাংলাদেশের লিটন দাস
নিউজিল্যান্ড সফর থেকে ফিরেই বাংলাদেশের একাধিক ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
![বিয়ে করছেন বাংলাদেশের লিটন দাস বিয়ে করছেন বাংলাদেশের লিটন দাস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/18/187634-lit.jpg)
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ থেকে ফিরেই সাত পাকে বাঁধা পড়বেন। তবে সামনে বিশ্বকাপ। এখন পুরো মনোযোগ দিতে চান ক্রিকেটে। তাই আপাতত হবু বউয়ের সঙ্গে আংটি বদল করে রাখলেন। বাংলাদেশের ক্রিকেটে বিয়ের ধুম লেগেছে। মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ এবং মমিনুল হকের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা ওপেনার লিটন দাস। বুধবার আর্শীবাদ পর্ব সেরে রাখলেন তিনি। নিউজিল্যান্ড সফর থেকে ফিরেই বাংলাদেশের একাধিক ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকরবাজের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল গোটা বাংলাদেশ দল। সেই ভয়াবহ স্মৃতি এখনও বাংলাদেশের ক্রিকেটারদের মনে তাজা।
আরও পড়ুন- ICC World Cup 2019: শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে মালিঙ্গা-ম্যাথিউস, সুযোগ পেলেন না চাঁদিমাল-থরাঙ্গা
বুধবার আরও একটা সুসংবাদ এসেছে লিটন দাসের কাছে। এই প্রথমবার তিনি ১৫ জনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। অর্থাত্, শুরুতেই লেডি লাক তাঁকে সঙ্গে দিচ্ছে। তবে এখনই বিয়ের খবর প্রচার করতে চাননি লিটন। কিন্তু এই খবর কী আর চাপা থাকে! বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম লিটনের বিয়ের খবর প্রচার করেছে। জানা গিয়েছে, ২৮ জুলাই বিয়ের দিন পাকা হয়েছে তাঁর। লিটন এদিন বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিককে জানিয়েছেন, আমাদের এখনও বিয়ে হয়নি। আংটি বদল হয়েছে। মেয়ের বাড়িতে আশীর্বাদ হওয়া এখনও বাকি। ২৮ জুলাই বিয়ে। তার আগে বিয়ের খবর প্রচার করতে চাইনি।
আরও পড়ুন- পাগড়ি পরে বিরাট কোহলি, ভারতীয় অধিনায়কের ছবি ভাইরাল
লিটন দাসের হবু বউয়ের নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। শের-ই-বাংলা কৃষি বিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছেন তিনি।