ডার্বির আগেই কি বিদেশি স্ট্রাইকার আসছে ইস্টবেঙ্গলে?
বিদেশি স্ট্রাইকার নিয়ে লালহলুদ সমর্থকদের কৌতূহল আপাতত শেষ হতে চলেছে।
![ডার্বির আগেই কি বিদেশি স্ট্রাইকার আসছে ইস্টবেঙ্গলে? ডার্বির আগেই কি বিদেশি স্ট্রাইকার আসছে ইস্টবেঙ্গলে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/08/19/136107-gambo.jpg)
নিজস্ব প্রতিবেদন : ২০১৩ সালে কনফেডারেশনস কাপে খেলা নাইজেরিয়ার তারকা ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে খেলতে আসছেন নাইজেরিয়ার স্ট্রাইকার মহম্মদ গাম্বো। ৩০ বছর বয়সী এই ফুটবলারটির উচ্চতা প্রায় ছ'ফুট দুই ইঞ্চি।
আরও পড়ুন - ডার্বির আগেই সম্ভবত ইস্টবেঙ্গলে নতুন স্প্যানিশ কোচ!
বিদেশি স্ট্রাইকার নিয়ে লালহলুদ সমর্থকদের কৌতূহল আপাতত শেষ হতে চলেছে। ডার্বির আগেই তাঁকে আনার চেষ্টা করছে ক্লাব। গাম্বো এই মুহূর্তে কান পিনার্স এফসি দলে খেলেন। ওই দলের হয়ে তাঁর ৭০টি গোলও রয়েছে তাঁর। স্ট্রাইকার হলেও লেফট উইংয়ে খেলতে পারেন এই নাইজেরিয়ান। ১২ বছর তিনি খেলেছেন ওই ক্লাবে। চলতি মরশুমে তিনি ৭ ম্যাচ খেলেছেন। গোল করেছেন একটি।
আরও পড়ুন - টালিগঞ্জকে হারিয়ে ফের কলকাতা লিগের শীর্ষে মোহনবাগান
জাতীয় দলের জার্সি গায়েও সাত ম্যাচে করেছেন একটি গোল। ২০১৩ সালে নাইজেরিয়ার হয়ে কনফেডারেশনস কাপে খেলেন গাম্বো। তবে ৭০ মিনিটে পরিবর্ত হিসাবে তিনি নামেন স্পেনের বিরুদ্ধে। কোস্তা রিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্তার পর এবার মহম্মদ গাম্বোকে এনে শক্তিশালী দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল। ডার্বির আগেই সম্ভবত দলের সঙ্গে যোগ দেবেন গাম্বো। পাশাপাশি দলের নতুন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেন্ডেজ গার্সিয়াও দলের সঙ্গে যোগ দেবেন ডার্বির আগেই।