কাঠগড়ায় ফ্লেচার, পাশে রয়েছে বোর্ড
বিদেশের মাটিতে টানা ৭টি টেস্টে হার। স্বভাবতই তুমুল সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। ধোনির সঙ্গেই কাঠগড়ায় কোচ ডানকান ফ্লেচারও।
বিদেশের মাটিতে টানা ৭টি টেস্টে হার। স্বভাবতই তুমুল সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। কাঠগড়ায় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির সঙ্গেই কাঠগড়ায় কোচ ডানকান ফ্লেচারও। ফ্লেচার দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশ ৩টি বিদেশ সফরের মধ্যে ২টিতেই চুড়ান্ত ব্যর্থ ভারতীয় দল। প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের আকাশচুম্বি সাফল্যের পর ফ্লেচারের এই ভরাডুবিতে ক্ষুব্ধ সমর্থকরাও। যদিও ফ্লেচারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় বোর্ড। মাত্র ৮ মাসেই ফ্লেচারের পরিসংখ্যান নিয়ে খুব একটা ভাবিত নন বোর্ডের কর্তারা। শুধু বোর্ডই নয়। ফ্লেচারের পাশে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবও। তাঁর মতে, সাফল্য পেলেই কোচ ভাল। আর ব্যর্থ হলেই কোচের সমালোচনার কোনও যুক্তি নেই। নতুন বিদেশি কোচকে আরও সময় দেওয়া উচিত বলেও মনে করছেন কপিল দেব।