অলিম্পিকে যোগ্যতা অর্জন চার ভারতীয় বক্সারের

চার ভারতীয় বক্সার লন্ডন অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন।

Updated By: Oct 5, 2011, 01:51 PM IST

চার ভারতীয় বক্সার লন্ডন অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন। এল দেবেন্দ্র সিং, মনোজ কুমার, জয় ভগবান ও বিকাশ কৃষ্ণান এই কৃতিত্ব দেখিয়েছেন।
চার বক্সারই এআইবিএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দুহাজার বারোর অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলেন। উনিশ বছরের বিকাশ কৃষ্ণান ক্ষিপ্র গতি এবং অসাধারণ ফুট ওয়ার্ককে কাজে লাগিয়ে তুরস্কের ওন্ডার সিপালকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন। দ্বিতীয় রাউন্ডে জয় ভগবান আইরিশ বক্সার ডেভিড জয়েসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেন। মনোজ কুমার এবং দেবেন্দ্র আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছিলেন। কোয়ার্টার ফাইনালে অবশ্য কোরিয়ার সিন জোংয়ের কাছে হেরে যান এল দেবেন্দ্র সিং।
সিন জোং আঠাশ-ষোল পয়েন্টে হারিয়ে দেন দেবেন্দ্রকে।

Tags:
.