চার্চিলের সঙ্গে ড্র, আই লিগে ধাক্কা খেল ইস্টবেঙ্গল
চার্চিলের সঙ্গে ড্র করে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে চার্চিলের সঙ্গে ড্র করে আই লিগে ধাক্কা খেল ইস্টবেঙ্গল। রবিবার চার্চিলকে হারাতে পারলেই লিগ টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সিটিকে ছুঁয়ে ফেলতে পারত আলেসান্দ্রোর লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ড্র করে লিগের খেতাবি দৌড়ে থাকা ইস্টবেঙ্গল এদিন ধাক্কা খেল। গোয়ার দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ টেবিলে দু নম্বরে উঠে এলেও চেন্নাইকে ছুঁয়ে ফেলার সুবর্ন সুযোগ হাতছাড়া করল লাল-হলুদ।
Game #91
Snapshots from today's @eastbengalfc vs @Churchill_Goa match! #QEBCB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/lp8zEn6r6p
— Hero I-League (@ILeagueOfficial) February 17, 2019
জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে রবিবার যুবভারতীতে ৪৩,৭৫৮ জন দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আকোস্তা,টনি ডোভালেরা। অনেক বেশি সুযোগ তৈরি করলেও চার্চিল ডিফেন্স ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক ফুটবলে জোর দেয় আলেজান্দ্রোর ছেলেরা। উল্টোদিকে চার্চিল অ্যাওয়ে ম্যাচে রক্ষণ সামলে আক্রমণের স্ট্র্যাটেজিতে খেলা চালাতে থাকে। ৬৮ মিনিটে লাল-হলুদের বাতিল সেই উইলিস প্লাজার গোলেই এগিয়ে যায় চার্চিল। এই মুহূর্তে আই লিগের সর্বোচ্চ গোলদাতা প্লাজাই। পিছিয়ে পড়ে মিনিট দশেকের মধ্যেই সমতায় ফেরে ইস্টবেঙ্গল। সৌজন্যে লালরিনডিকা রালতের দুরন্ত ফ্রি-কিক। এরপর অবশ্য স্কোরলাইনে আর কোনও বদল আসেনি। চার্চিলের সঙ্গে ড্র করে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই থেকে গেল চেন্নাই সিটি এফসি।
আরও পড়ুন - ১৩ বছর পর ম্যাকগ্রাকে ছুঁয়ে আইসিসি-র এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্স