ICC ODI World Cup 2023: কবে বিশ্বকাপের সূচি ঘোষণা? বড় আপডেট দিল আইসিসি

২০১১ সালে সবশেষ শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। তবে ভারত এককভাবে এত বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 8, 2023, 07:15 PM IST
ICC ODI World Cup 2023: কবে বিশ্বকাপের সূচি ঘোষণা? বড় আপডেট দিল আইসিসি
কবে সামনে আসবে বিশ্বকাপের সূচি? আলোচনা তুঙ্গে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল ২০১৮ সালের ২৬ এপ্রিল, প্রতিযোগিতা শুরু হওয়ার ১৩ মাস আগে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল আরও আগে—প্রতিযোগিতা শুরুর ১৮ মাস আগে, ২০১৩ সালের ৩০ জুলাই। চলতি বছর অক্টোবর–নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। হাতে মাত্র আর চার মাস সময়। কিন্তু এখনও বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে পারল না আইসিসি (ICC)। প্রথমে ঠিক ছিল চলতি বিশ্ব টেস্ট ফাইনালের সময় আসন্ন বিশ্বকাপের সূচী প্রকাশ করবে আইসিসি। কিন্তু কোথায় কি! আইসিসি-র প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলছেন, এখনও পর্যন্ত তাঁর হাতেই সূচি এসে পৌঁছায়নি। তাঁর আশা, ‘যত দ্রুত সম্ভব’ এ সূচি প্রকাশ করা হবে।

এর আগে শোনা গিয়েছিল, এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। কয়েকদিন আগে বিসিসিআই (BCCI) বিশেষ সাধারণ মিটিংয়ের বলা হয়েছিল, খুব দ্রুত আইসিসি-কে সূচির একটা খসড়া জানিয়ে দেওয়া হবে। কিন্তু সেই ব্যাপারটা এখন থেমে আছে। অনেক ক্রিকেট পণ্ডিতদের মতে, এশিয়া কাপের আয়োজন নিয়ে পাকিস্তানের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঝামেলা তুঙ্গে। এমন প্রেক্ষাপটে বাবর আজমরা শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখবেন কিনা সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত আহমেদাবাদে ফাইনালের মতো নকআউট পর্বের ম্যাচ ছাড়া খেলার আপত্তির কথাও নাকি জানিয়েছে পিসিবি। তাই কি বিশ্বকাপের সূচি এখনও সামনে আনা গেল না? উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন: Mohammed Siraj VS Steve Smith, WTC Final 2023: লাবুশানের পর এবার সিরাজের টার্গেট স্মিথ! বল ছোঁড়ার ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Steve Smith, WTC Final 2023: বিরাট, পন্টিংকে পিছনে ফেলে কোন বিশেষ নজির গড়লেন স্টিভ স্মিথ?

জিওফ অ্যালারডাইস বলেছেন, "আমার ধারণা খুব দ্রুত আমরা আয়োজকদের কাছ থেকে সূচি পেতে পারি। এরপর অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। এরপর যতটা দ্রুত সম্ভব আমরা এটি প্রকাশ করতে পারব। আমরা এমন বড় ইভেন্টে আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।" তবে ঠিক কোন কারণে দেরি হচ্ছে, সেটা তিনি খোলাখুলি বলতে চাননি। বরং যোগ করেছেন, "কিছু কিছু ক্ষেত্রে অনেক রকমের পরামর্শের দরকার পড়ে, ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে। আয়োজকের ওপরও একটা ভালো ইভেন্ট উপহার দেওয়ার অনেক দায়িত্ব থাকে। তাদের সব রকমের সম্ভাব্য ব্যাপারই ভেবে দেখতে হবে।" 

পাকিস্তানের অংশগ্রহণের কারণেই সূচি প্রকাশে বিলম্ব কি না, এমন প্রশ্নের অবশ্য সরাসরি জবাব দেননি অ্যালারডাইস। তবে তিনি বলেন, "যতক্ষণ না আমি সূচি দেখছি… আমি অপেক্ষা করছি। আশাকরি, আগামী কয়েকদিনের মধ্যেই কিছু একটা দেখতে পাব। আমাদের ইভেন্ট আয়োজক দল খুবই অভিজ্ঞ, বিভিন্ন দেশে ইভেন্ট আয়োজন করেছে তারা। আপনার নিয়ন্ত্রণে যা, আপনি শুধু সেটিই নিয়ন্ত্রণ করতে পারবেন।" 

২০১১ সালে সবশেষ শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। তবে ভারত এককভাবে এত বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.