পিছিয়ে গেল আইপিএল ফুটবল লিগের নিলাম

পিছিয়ে গেল আইপিএল স্টাইল ফুটবল লিগের নিলাম। সেপ্টেম্বরের শেষে আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম হওয়ার কথা ছিল। ফুটবলারদের নিলাম হওযার কথা ছিল অক্টোবরের শুরুতে। কিন্তু ফেডারেশনের মার্কেটিং পার্টনার আইএমজি-রিলায়েন্স সূত্রের খবর,পরিবর্তিত পরিস্থিতিতে ২৫ অক্টোবর থেকে নভেম্বরের পাঁচ তারিখের মধ্যে নিলামগুলো হবে। ভারতে আইপিএল স্টাইল লিগের বিষয়টি দেখাশোনা করছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।

Updated By: Sep 28, 2013, 02:28 PM IST

পিছিয়ে গেল আইপিএল স্টাইল ফুটবল লিগের নিলাম। সেপ্টেম্বরের শেষে আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম হওয়ার কথা ছিল। ফুটবলারদের নিলাম হওযার কথা ছিল অক্টোবরের শুরুতে। কিন্তু ফেডারেশনের মার্কেটিং পার্টনার আইএমজি-রিলায়েন্স সূত্রের খবর,পরিবর্তিত পরিস্থিতিতে ২৫ অক্টোবর থেকে নভেম্বরের পাঁচ তারিখের মধ্যে নিলামগুলো হবে। ভারতে আইপিএল স্টাইল লিগের বিষয়টি দেখাশোনা করছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।
এই মুহূর্তে তিনি বিদেশে আছেন। অক্টোবর মাসে নীতা আম্বানি বিদেশ থেকে ফিরলে নয়া লিগ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা স্থির করবেন তিনি। আইএমজি সূত্রের খবর,আটটি ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে ২০টি কর্পোরেট সংস্থা। এছাড়াও রয়েছেন ক্রিকেট আর বলিউডের সুপারস্টার-রা।
ফুটবলারদের নিলাম পিছিয়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন আইএমজি-র চুক্তিবদ্ধ ফুটবলাররা। কেননা আই লিগ শুরু হয়ে গেলেও, তারা এখনও খেলতে পারছেন না। ফুটবলার নিলাম হওয়ার আগে আই লিগের ক্লাবগুলোর সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়ার একটা শেষ চেষ্টা করতে চায় ফেডারেশনের মার্কেটিং পার্টনার।

.