'নায়ক' বেলোর দাম ১ কোটি, ধন্দে বাগান, দলে রাখব কি রাখব না!

সামনের মরশুম কি মোহনবাগানে থাকতে চলেছেন বেলো রাজ্জাক? বেঙ্গালুরু ম্যাচের নায়ককে দলে রাখা নিয়ে দ্বিধায় মোহনবাগান কর্তারা। সামনের মরশুমের জন্য এক কোটি টাকা চেয়েছেন বেলো। যা শুনে বেলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করেননি বাগান কর্তারা।

Updated By: Jun 5, 2015, 10:41 AM IST
'নায়ক' বেলোর দাম ১ কোটি, ধন্দে বাগান, দলে রাখব কি রাখব না!

ওয়েব ডেস্ক: সামনের মরশুম কি মোহনবাগানে থাকতে চলেছেন বেলো রাজ্জাক? বেঙ্গালুরু ম্যাচের নায়ককে দলে রাখা নিয়ে দ্বিধায় মোহনবাগান কর্তারা। সামনের মরশুমের জন্য এক কোটি টাকা চেয়েছেন বেলো। যা শুনে বেলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করেননি বাগান কর্তারা।

বেলো রাজাককে দলে রাখা নিয়ে কার্যত দ্বিধায় মোহনবাগান কর্তারা। গতবার মাঝ মরশুমে যোগ দিয়ে দুরন্ত খেলেছেন এই বিদেশি ডিফেন্ডার। বাগান রক্ষণকে নির্ভরতা দিয়েছেন বেলো। শুধু তাই নয় আই লিগের প্রতিটা ম্যাচে, প্রতিটা মুহূর্ত খেলেছেন এই বিদেশি। আই লিগের মেগা ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করে নায়ক হয়েছিলেন বেলো। স্বাভাবিকভাবেই বেলোকে আগামী মরশুমের দলে রেখেছেন মোহনবাগান কর্তারা। তবে সুযোগ বুঝে বিশাল দড় হেঁকে বসে আছেন বেলো। সামনের মরশুমের জন্য এক কোটি টাকা চেয়েছেন এই ডিফেন্ডার। একজন ডিফেন্ডারের জন্য এই বিশাল অর্থ খরচ করলে হাইপ্রোফাইল বিদেশি আনার পক্ষে কর্তারা। তাই বেলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হয়নি। সবুজমেরুন কর্তাদের নজর রয়েছেন প্রথম আইএসএলে চেন্নাইয়ানের হয়ে খেলা বার্নাড মেন্ডির দিকে। স্টপার ছাড়াও রাইট ব্যাক ও রাইট উইংয়ে খেলতে পারেন মেন্ডি। বর্তমানে সাইপ্রাসের ক্লাবে খেলছেন এই বিদেশি ফুটবলারটি। মোহনবাগানের দেওয়া আর্থিক দাবি মানলে সবুজমেরুন জার্সিতে  মেন্ডিকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাতিল হয়ে যাবেন বেলো। 

.