IND vs NZ 2020: কিউইদের ডেরায় হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে কাল মরিয়া কোহলিরা

ভারত অধিনায়ক বিরাট কোহলি বলছেন, এবছর প্রতিটি টি-টোয়েন্টি আর টেস্ট ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন তারা।

Updated By: Feb 10, 2020, 07:07 PM IST
IND vs NZ 2020: কিউইদের ডেরায় হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে কাল মরিয়া কোহলিরা

নিজস্ব প্রতিবেদন: হ্য়ামিলটনের পর অকল্যান্ড- পর পর দুটো একদিনের ম্যাচ হেরে তিন ম্যাচের একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে কোহলি অ্যান্ড কোম্পানির। মঙ্গলবার মাউন্ট মাউনগানুইতে শেষ একদিনের মুখোমুখি ভারত-নিউ জিল্যান্ড। কিউইদের ডেরায় হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।

ভারত অধিনায়ক বিরাট কোহলি বলছেন, এবছর প্রতিটি টি-টোয়েন্টি আর টেস্ট ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন তারা। মুখে যতই বলুন না কেন তবু হোয়াইটওয়াশের কালি না লাগানোই লক্ষ্য ভারতীয় শিবিরের। মঙ্গলবার মাউন্ট মাউনগানুইতে সিরিজের শেষ একদিনের ম্যাচে ব্যর্থতা ঢাকতে টপ অর্ডারে বিশেষ নজর ভারতীয় টিম ম্যানেজম্যান্টের। বিশেষ করে ওপেনিংয়ে পৃথ্বী শ-মায়াঙ্ক আগারওয়াল জুটি সেভাবে দানা বাধছে না। বিরাট কোহলিও বড় রান পাচ্ছেন না। শেষ ম্যাচে রান পাননি লোকেশ রাহুলও। মিডল অর্ডারে মণীশ পান্ডে, কেদার যাদবরাও রান পাচ্ছেন না। সিরিজের শেষ একদিনের ম্যাচে নামার আগে ব্যাটিং ব্যর্থতাই ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন - লন্ডনে খোশ মেজাজে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ, দেখুন ছবিতে

এদিকে সোমবার নেট সেশনে অনেকক্ষণ সময় কাটালেন ঋষভ পন্থ। কিউই সফরে এখনও পর্যন্ত বাইশ গজে নামেননি পন্থ। মঙ্গলবার হয়তো খেলানো হতে পারে তাকে। কাঁধের চোট কাটিয়ে শেষ একদিনের ম্যাচে দলে ফিরতে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনও।

.