আম্পায়ারকে অশোভন সম্বোধন, সমালোচনায় Virat Kohli
আম্পায়রের সঙ্গে কোহালির পুরো কথাই ধরা পড়েছে স্টাম্পের মাইকে।
নিজস্ব প্রতিবেদন: আবার বিতর্ক ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে ঘিরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ফিরেই হার। আর সেই ম্যাচেই আম্পায়ারকে অশোভন সম্বোধন করে নতুন বিতর্কে জড়ালেন বিরাট। আম্পায়রের সঙ্গে কোহালির পুরো কথাই ধরা পড়েছে স্টাম্পের মাইকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস চলাকালীন ঘটনাটি তখন ব্য়াট করছেন জেফ্রা আর্চার। বল হাতে রবিচন্দ্রন অশ্বিন।রান নিচ্ছিলেন আর্চার। তখনই আম্পায়ার নীতিন মেননের উদ্দেশ্যে কোহলি বলে ওঠেন, “ওয়ে মেনন, সোজা রানেও ওরা পিচের মাঝখান দিয়ে দৌড়ে নিচ্ছে। কী হচ্ছে এ সব?” হিন্দিতে বলা কোহলির এই কথাটা স্টাম্প মাইকে ধরা পড়েছে। সেই ভিডিও নিয়েই নেটমাধ্যমে দেওয়ার পরেই ওঠে সমালোচনার ঝড়।
Credits-@/aumbetiroydo on insta
— Jay (@Aragorn_2_) February 8, 2021
নেটিজেনদের মধ্যে অনেকেই বলতে থাকেন, আম্পায়াররা কি বিরাটের বন্ধু নাকি যে এ ভাবে ‘ওয়ে মেনন’ বলে সম্বোধন করবেন? কোহলির থেকে যিনি বয়সে এত বড়, তাকে এ ভাবে ‘তুই’ বলে সম্বোধন করা আদৌ উচিত নয় বলে মন্তব্য় করেছেন অনেকেই। এছাড়াও অনেকেই বলছেন, ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেখানে স্বাভাবির সৌজন্য থাকা উচিত ভারতীয় অধিনায়কের।