Preity র সঙ্গে হোটেলের রুমে একান্তে ক্রিকেটার, ছবি প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা!
করোনার ধাক্কায় আইপিএল স্থগিত না হয়ে গেলে, অনেক তরুণ প্রতিভাকেই আরও বিকশিত হতে দেখা যেত।
![Preity র সঙ্গে হোটেলের রুমে একান্তে ক্রিকেটার, ছবি প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা! Preity র সঙ্গে হোটেলের রুমে একান্তে ক্রিকেটার, ছবি প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/10/319869-pz.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনার (COVID-19) ধাক্কায় আইপিএল (IPL 2021) স্থগিত না হয়ে গেলে, অনেক তরুণ প্রতিভাকেই আরও বিকশিত হতে দেখা যেত। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। ঘরোয়া পারফরম্যান্সের সুবাদেই আইপিএলে ডাক পেয়ে যান চেন্নাইয়ের বছর পঁচিশের ব্যাটসম্যান। ৫ কোটি ২৫ লক্ষ টাকায় প্রীতি জিন্টার (Preity Zinta) আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস (PBKS) দলে নেয় শাহরুখকে। ৮ ম্যাচে ১০৭ রান করা শাহরুখ চেষ্টা করেন দামের সুবিচার করতে।
আরও পড়ুন: দেশে ফিরলেন KKR তারকা Russell ও Narine, উইন্ডিজ ক্রিকেট কৃতজ্ঞতা জানাল BCCI কে
দিন চারেক আগে শাহরুখ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হোটেলের রুমে তিনি একান্তে একটি ছবি তুলেছেন প্রীতির সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্রিকেটার। শাহরুখ এই ছবিতে ক্যাপশন দেন, "Naina, 1 2 3 tinggg " নয়না নামটা দেখেই ফ্যানেরা এই ছবিতে 'কাল হো না হো' (Kal Ho Naa Ho) কানেকশন পান। ২০০৩ সালে কিং খান ও প্রীতি অভিনীত 'কাল হো না হো' সুপার-ডুপার হিট হয়েছিল। ছবিতে প্রীতির চরিত্রের নাম ছিল নয়না ক্যাথরিন কাপুর।