Rohit Sharma: তাঁর কানে ছিল না iPhone! রোহিত শর্মার কোন মোবাইল? অনলাইনে মিলছে এই টাকায়...

Rohit Sharma Using OnePlus: রোহিত শর্মা iPhone ছেড়ে বেছে নিলেন...

Updated By: Feb 12, 2025, 02:55 PM IST
Rohit Sharma: তাঁর কানে ছিল না iPhone! রোহিত শর্মার কোন মোবাইল? অনলাইনে মিলছে এই টাকায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জিতেছে রোহিতবাহিনী (India vs England 2nd ODI)। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া। আজ, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ (India vs England 3rd ODI)।

আরও পড়ুন: রোহিতের ইতিহাসে মুছল সচিনেরও নাম! 'হিটম্যান' তাণ্ডবে তছনছ রেকর্ডের পর রেকর্ড...

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ভারত ১৩ ওভারে ৭৯ রানে ১ উইকেট হারিয়েছে। রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। কটকে রোহিত ৯০ বল খেলে ১১৯ রান করেছিলেন। ৪৮৭ দিন পর ওডিআই সেঞ্চুরি করার পরের ম্যাচেই রোহিতের ফ্লপ শো দেখল প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়াম। মার্ক উডের দুরন্ত সুইংয়ে খোঁচা দিয়ে রোহিত ফিরে যান মাত্র ১ রান করে। ফিল সল্টের হাতে তিনি ধরা পড়ে যান। 

আহমেদাবাদে রোহিতের ইনিংস নিয়ে চর্চার মাঝেও চর্চায় কটকে তাঁর হাতের মোবইল ফোন নিয়ে। নেটপাড়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারত অধিনায়ক বারাবটি স্টেডিয়ামে ফোনে কথা বলছিলেন। এরপরই নেটপাড়ার চোখ পড়ে রোহিতের স্মার্টফোনের উপর। দেখা যায় যে, রোহিত iPhone কে ফাঁকি দিয়ে বেছে নিয়েছেন OnePlus

ভারতীয় ক্রিকেটারদের কানে সাধারণত iPhone দেখা যায়, সেখানে রোহিতকে OnePlus ব্যবহার করতে দেখে অনেকেই চমকেছে। নেটপাড়ার টেকপ্রেমীরা ফোনের একঝলক দেখেই বুঝে নিয়েছেন যে, রোহিতের কানে দেখা যাচ্ছে OnePlus12! অনলাইন বিপণনী সংস্থা আমাজ়নে পাওয়া যাচ্ছে। তিনটি রঙের ভিতর থেকে এই মোবাইল বেছে নেওয়া যাবে। রোহিত ব্যবহার করেছিলেন Flowy Emerald, সেটির সঙ্গেই রয়েছে Silky Black ও Glacial White।  12GB RAM, 256GB Storage এর দাম রাখা হয়েছে ৬১ হাজার ৯৯৮ টাকা, 16GB RAM, 512GB Storage চাইলে দিতে হবে ৬৬ হাজার ৯৯৮ টাকা। 

আরও পড়ুন: ৩১ সেঞ্চুরির সঙ্গে ১২০০০ রান, তবুও ব্রাত্য জাতীয় দলে! কেকেআর স্টারের চরম সিদ্ধান্ত

 

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.