Indian Football Team For Kings Cup: সুনীলকে ছাড়াই দল ঘোষণা!
৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কিংস কাপ। অধিনায়ককে বাদ রেখেই ২৩ জনের ভারতীয় দল বেছে নিলেন কোচ ইগর স্তিমাচ।
![Indian Football Team For Kings Cup: সুনীলকে ছাড়াই দল ঘোষণা! Indian Football Team For Kings Cup: সুনীলকে ছাড়াই দল ঘোষণা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/29/434934-asuni.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংস কাপে নেই সুনীল ছেত্রী। তাঁকে বাদ রেখেই ভারতীয় দল ঘোষণা করলেন ইগর স্তিমাচ। কেন? আগামী মাসেই বাবা হচ্ছেন সুনীল। সেকারণেই কিংস কাপে খেলতে যাচ্ছেন না ভারত অধিনায়ক।
আরও পড়ুন: East Bengal: কে নেভাবে এই লাল-হলুদ মশাল! অবিশ্বাস্য প্রত্য়াবর্তনে ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনালে
আর বেশি দেরি নেই। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কিংস কাপ। চলবে ১০ সেপ্টেম্বর। এবছর আয়োজক দেশ তাইল্যান্ডে। ভারতের জার্সিতে কাদের দেখা যাবে? আজ, মঙ্গলবার ২৩ জনের দল বেছে নিলেন জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ। এই টুর্নামেন্টে সুনীল ছেত্রী যে খেলবে না, তা অবশ্য জানিয়ে দিয়েছিলেন তিনি।
ভারত ছাড়া কিংস কাপে খেলবে ইরাক, তাইল্যান্ড এবং লেবানন। ৭ সেপ্টেম্বর ভারত খেলবে ইরাকের বিরুদ্ধে। ক্রমতালিকায় তারা ভারতের থেকে ২৯ ধাপ এগিয়ে। সেই দিনই লেবানন এবং তাইল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলবে। দু’টি ম্যাচের জয়ীরা খেলবে ফাইনালে। ১০ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত।