বিন্দাস মেজাজে খালি পায়ে সাইকেল চালাচ্ছেন সচিন; ব্যাকগ্রাউন্ডে 'দিল চাতা হ্যায়'
বিন্দাস মেজাজে সাইকেল চালাচ্ছেন সচিন
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![বিন্দাস মেজাজে খালি পায়ে সাইকেল চালাচ্ছেন সচিন; ব্যাকগ্রাউন্ডে 'দিল চাতা হ্যায়' বিন্দাস মেজাজে খালি পায়ে সাইকেল চালাচ্ছেন সচিন; ব্যাকগ্রাউন্ডে 'দিল চাতা হ্যায়'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/30/292237-cycle.jpg)
নিজস্ব প্রতিবেদন : ছুটির মেজাজে মাস্টার ব্লাস্টার। সোমবার খালি পায়ে সাইকেল চালানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সচিন তেন্ডুলকার। খালি পায়ে সবুজ ঘাসের গালিচায় বিন্দাস মেজাজে সাইকেল চালাচ্ছেন সচিন।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বাগানে সাইকেল চালাচ্ছেন সচিন। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি ছবি "দিল চাতা হ্যায়" টাইটেল ট্র্যাক।
ছবি পোস্ট এর সঙ্গে সচিন অবশ্য লিখেছেন, "ভারসাম্য আর ফুটওয়ার্ক সবসময়ই গুরুত্বপূর্ণ।" এর মধ্যে দিয়ে সচিন নিজের ব্যাটিং স্টাইলের মতোই সাইকেল চালানোর ক্ষেত্রেও ব্যালেন্স এবং ফুটওয়ার্কের বিষয়টি যে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন - মানবিক! পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে দুঃস্থ শিশুদের চিকিত্সায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন